
কবিঃ এম এ মানিক
বেলা শেষে সবাই মোরা
হয়ে যাই যে একা,
দিনের আলো নিভে গেলে
রাতে সবই ফাঁকা!
একটু বাদেই বর্তমান টা
হয়ে যাবে অতীত,
স্মৃতির পটে রয়ে যাবে
ছলনার সব পিরিত।
ভবিষ্যৎ টা অচিন পাখি
দূর আকাশে উড়ে,
মোহ মায়ায় ভাসায় ভেলা
জীবন নদীর তরে!
বর্তমান টা ভালো হলে
জীবন সুখের হবে,
এই কথাটি মনে রেখে
চলবো মোরা সবে।
ক্ষণিক সুখের লাগি মোরা
কতোই না ছল করি,
বুঝবে সেদিন বন্ধ হলে
জীবন নামের ঘড়ি।