
তাসের ঘরের মতো ভেঙে পড়লো বাংলাদেশের মিডল অর্ডার
৩ রানে ৪ উইকেট নেই! ১ উইকেটে ১০০ রান থেকে ১০৩ রানে হয়ে গেলো ৫ উইকেট! এ যেন তাসের ঘরের মতো ভেঙে পড়লো বাংলাদেশের মিডল অর্ডার।
২ রানে ৩ উইকেট হারিয়ে আচমকা চাপে বাংলাদেশ
২৪৫ রান তাড়ায় ১০০ রান তুলে ফেলেছিল বাংলাদেশ। এরপর ২ রানের মধ্যে ৩ উইকেট হারিয়ে আচমকা চাপে পড়েছে টাইগাররা। সর্বশেষ ৬২ রান করা তানজীদ হাসান তামিমের বিদায়ে দল পড়লো আরও বিপদে।
শুন্য করলেন লিটন!
দলে ফেরাটা সুখকর হলো না লিটন কুমার দাসের। ফেরার ম্যাচে শুন্য রানে ফিরলেন তিনি। টানা দুই ওভারে দুই উইকেট হারালো বাংলাদেশ।
রান আউট হয়ে ফিরলেন শান্ত
পঞ্চম ওভারে ইমন ফেরার পর শান্ত ও তামিমের ব্যাটে দারুণভাবে এগোচ্ছিল বাংলাদেশ। তবে সেই ধারায় ছেদ পড়লো। দুই রান নিতে গিয়ে রান আউট হয়ে ফিরলেন শান্ত। এর আগে করেন ২৩ রান। ১০০ রানে দ্বিতীয় উইকেট হারালো বাংলাদেশ।
১১ ওভারে বাংলাদেশ ৭৩/১
পঞ্চম ওভারে ইমন ফেরার পর বাংলাদেশকে এগিয়ে নিচ্ছেন তানজীদ হাসান তামিম ও নাজমুল হোসেন শান্ত। ১১ ওভার শেষে বাংলাদেশের সংগ্রহ ৭৩ রান।
শুরুতেই ফিরলেন ইমন
প্রথম ওভারে দুই চার মেরে শুরু করেন পারভেজ হোসেন ইমন। ছন্দে থাকলেও উইকেটে জমতে পারলেন না। পঞ্চম ওভারে ফেরার আগে তার ব্যাট থেকে আসে ১৩ রান।
আশালাঙ্কার সেঞ্চুরিতে ২৪৪ রানে থামলো শ্রীলঙ্কা
২৯ রানে ৩ উইকেট হারানোর পর উইকেটে আসেন তিনি। এরপর শুরু থেকে শেষ পর্যন্ত একাই শ্রীলঙ্কার স্কোরবোর্ড সচল রেখেছেন। নিজে তুলে নিয়েছেন দুর্দান্ত এক সেঞ্চুরি। শেষ পর্যন্ত ১০৬ রানে থামেন শ্রীলঙ্কার অধিনায়ক চারিথ আশালাঙ্কা। ১২৩ বলের ইনিংসে তার ব্যাট থেকে আসে সমান ৬টি করে চার ও ছক্কা। আর শেষ বলে অলআউট হওয়ার আগে লঙ্কানদের স্কোরবোর্ডে জমা হয় ২৪৪ রান।
ব্যক্তিগত ফিফটির আগে ফিরলেন কুশল মেন্ডিস
তানভীর ইসলামের বলে এলবিডব্লিউয়ের ফাঁদে পড়ে আউট কুশল মেন্ডিস (৪৫)। রিভিউ নিয়েও বাঁচতে পারেননি লঙ্কান ব্যাটার। ক্রিজের নতুন ব্যাটার জানিথ লিয়ানাগে। ১৯ ওভারে শ্রীলঙ্কার সংগ্রহ ৪ উইকেটে ৮৯।
পঞ্চাশ ছাড়ালো মেন্ডিস-আসালাঙ্কা জুটি
চতুর্থ উইকেটে শক্ত ভিত গেড়েছেন কুশল মেন্ডিস (৪১*) ও চারিথ আসালাঙ্কা (২৯*)। দুজন মিলে এই উইকেটে গড়েছেন ৫২ রানের জুটি। ১৭.১ ওভারে স্বাগতিকদের সংগ্রহ ৩ উইকেটে ৪১।
দলীয় ফিফটি শ্রীলঙ্কার
ইনিংসের দশম ওভারে দলীয় ফিফটি ছুঁল শ্রীলঙ্কা। কুশল মেন্ডিসের সঙ্গে (২২*) আরেক উইকেটে তাকে সঙ্গ দিচ্ছেন অধিনায়ক চারিথ আসালাঙ্কা (১৮*)। একাদশ ওভার শেষে স্বাগতিকদের সংগ্রহ ৩ উইকেটে ৫৪।
কামিন্দু মেন্ডিসকেও সাজঘরের পথ দেখালেন তাসকিন
তাসকিন আহমেদের দ্বিতীয় শিকার কামিন্দু মেন্ডিস ফিরেছেন রানের খাতা না খুলেই। ক্রিজের নতুন ব্যাটার শ্রীলঙ্কান অধিনায়ক চারিথ আসালাঙ্কা। ৬.১ ওভারে স্বাগতিকদের সংগ্রহ ৩ উইকেটে ২৯।
এবার তাসকিন ফেরালেন মাদুশকাকে
মেডেন ওভার দিয়ে করা তাসকিন আহমেদ ফেরালেন আরেক ওপেনার নিশান মাদুশকাকে। ৫ ওভারে লঙ্কানদের সংগ্রহ ২ উইকেটে ১৫।
নিশাঙ্কাকে তুলে নিলেন তানজিম সাকিব
নিজের দ্বিতীয় ওভারে এসেই পাথুম নিশাঙ্কাকে সাজঘরে ফিরিয়েছেন তানজিম হাসান সাকিব। ৮ বলে খেলে রানের খাতা না খুলেই ফিরে গেছেন এই শ্রীলঙ্কান ওপেনার। ক্রিজের নতুন ব্যাটার কুশল মেন্ডিস। ৪ ওভারে স্বাগতিকদের সংগ্রহ ১ উইকেটে ৯।
টসে হেরে আগে বোলিং করবে বাংলাদেশ
শ্রীলঙ্কা সফরের ওয়ানডে সিরিজের প্রথম ম্যাচ শুরু হচ্ছে আজ। তিন ম্যাচের সিরিজের প্রথমটিতে প্রেমাদাসা স্টেডিয়ামে টসে জিতে আগে ব্যাটিং বেছে নিয়েছে স্বাগতিক দল। পূর্ণাঙ্গ মেয়াদে অধিনায়ক হিসেবে আজই প্রথমবার খেলছেন মেহেদী হাসান মিরাজ। টাইগারদের হয়ে আজ ওয়ানডে অভিষেক হচ্ছে পারভেজ হোসেন ও তানভীর ইসলামের। আর লঙ্কানদের হয়ে এই সংস্করণে অভিষেক হচ্ছে পেসিং অলরাউন্ডার মিলান রত্নায়েকের।
এর আগে দুই ম্যাচের টেস্ট সিরিজে ১-০তে হেরেছে বাংলাদেশ। ওয়ানডের পর তিন টি-টোয়েন্টি ম্যাচের সিরিজও খেলবে বাংলাদেশ।
বাংলাদেশ একাদশ: তানজিদ হোসেন তামিম, পারভেজ হোসেন ইমন, নাজমুল হোসেন শান্ত, লিটন কুমার দাস (উইকেটকিপার), তাওহীদ হৃদয়, জাকের আলী, মেহেদী হাসান মিরাজ (অধিনায়ক), তাসকিন আহমেদ, মোস্তাফিজুর রহমান, তানভীর ইসলাম, তানজিম হাসান সাকিব।
শ্রীলঙ্কা একাদশ: পাথুম নিশাঙ্কা, নিশান মাদুশকা, কুশল মেন্ডিস (উইকেটকিপার), কামিন্দু মেন্ডিস, চারিথ আসালাঙ্কা (অধিনায়ক), জানিথ লিয়ানাগে, মিলান রত্নায়েকে, ওয়ানিন্দু হাসারাঙ্গা, মাহেশ থিকশানা, ইশান মালিঙ্গা, আসিথা ফার্নান্ডো।