মঙ্গলবার, ১৩ই মে, ২০২৫ খ্রিস্টাব্দ

ব্রাজিলের কোচ হলেন আনচেলত্তি

অবশেষে গুঞ্জনই সত্যি হলো। ব্রাজিল জাতীয় ফুটবল দলের হেড কোচ হয়েছেন কার্লো আনচেলত্তি। চলতি মে মাসের ২৬ তারিখ থেকে দায়িত্ব বুঝে নেবেন এই ইতালিয়ান। ব্রাজিল ফুটবল কনফেডারেশনের বরাতে খবরটি নিশ্চিত করেছে স্কাই স্পোর্টস।

রিয়াল মাদ্রিদের এই কোচ ব্রাজিলের গত ৬৫ বছরের ইতিহাসে প্রথম স্থায়ী কোচ হিসেবে নিয়োগে পেলেন। আগামী মাসে প্যারাগুয়ে ও ইকুয়েডরের বিপক্ষে প্রথমবার তার অধীনে সেলেকাওরা মাঠে নামবে।

এ নিয়ে এক বিবৃতিতে ব্রাজিল ফুটবল কনফেডারেশন জানায়, দুটি আইকনের সম্মেলনে এক মাইলফলক হতে যাচ্ছে। পাঁচবারের বিশ্বকাপজয়ী ও ইউরোপিয়ান ফুটবলের ইতিহাস গড়া আনচেলত্তি মিলিত হচ্ছে।

কোচ হিসেবে ইউরোপের সেরা পাঁচটি লিগ জেতা আনচেলত্তির অবশ্য এটাই প্রথমবার কোনো জাতীয় দলের দায়িত্ব নেওয়া। যেখানে বিশ্বের সবচেয়ে সফল দলটির গত আড়াই বছরের মধ্যে পঞ্চম হেড কোচের দায়িত্ব নিলেন আনচেলত্তি।

২০২১ সালে দ্বিতীয় মেয়াদে রিয়ালের কোচ হওয়ার পর দুটি লা লিগা ও চ্যাম্পিয়নস লিগ জিতিয়েছেন। তবে আগেই গুঞ্জন তৈরি হওয়া ও শনিবার এল ক্লাসিকোতে হারের পর তার ভাগ্য যেন এক প্রকাশ হলুদ জার্সির দিকেই ঝুঁকে গেছে।

শেয়ার করুনঃ

সর্বশেষ

বিজ্ঞাপন

আর্কাইভ

শনি রবি সোম মঙ্গল বুধ বৃহ শুক্র
 
১০১১১৩১৫১৬
১৯২০২১২২২৩
২৪২৫২৬২৭৩০
৩১