
টি-টোয়েন্টি বিশ্বকাপের ১০০ দিনের ক্ষণ গণনা শুরু হয়ে গেছে গত মাসেই। যুক্তরাষ্ট্র-উইন্ডিজে অনুষ্ঠেয় শর্টার ফরম্যাটের এই টুর্নামেন্ট শুরু হতে বাকি নেই ৭৫ দিনও। বিশ্বকাপ ট্রফিও তাই বেরিয়েছে বিশ্বভ্রমণে।নিউইয়র্কের এম্পায়ার স্টেট বিল্ডিংয়ে মঙ্গলবার টি-টোয়েন্টি বিশ্বকাপ ট্রফির বিশ্বভ্রমণের আনুষ্ঠানিক সূচনা করলেন বিশ্বকাপের প্রথম সেঞ্চুরিয়ান ক্রিস গেইল। তার সঙ্গে ছিলেন যুক্তরাষ্ট্রের তারকা ক্রিকেটার আলি খান।
আয়োজক দুই দেশ- উইন্ডিজ ও যুক্তরাষ্ট্রের ৯টি ভেন্যুসহ ক্রিকেট খেলুড়ে ১৫টি দেশে ভ্রমণ করবে বিশ্বকাপের ট্রফি। এই ১৫ দেশের পাশাপাশি ব্রাজিল, আর্জেন্টিনা, কানাডার মতো ক্রিকেটে উদীয়মান দেশগুলোতেও যাবে বিশ্বকাপের ট্রফি।দুই প্রতিবেশী ব্রাজিল-আর্জেন্টিনায় বিশ্বকাপের ট্রফি যাবে এ মাসের শেষের দিকে। এক মাসে কোন কোন দেশে বিশ্বকাপের ট্রফি ভ্রমণ করবে, তার তালিকা প্রকাশ করেছে আইসিসি।
২০২৪ সালের বিশ্বকাপটি প্রতিযোগিতার নবম সংস্করণ। এটি শুরু হচ্ছে ১ জুন। ক্রিকেটের সংক্ষিপ্ত সংস্করণের টুর্নামেন্টে প্রথমবারের মতো অংশ নিচ্ছে ২০ দল। ২৯ দিনের টুর্নামেন্টে ম্যাচ হবে ৫৫টি।
এক মাসে কোথায় কোথায় যাবে ট্রফি
১৮-২০ মার্চ- নিউইয়র্ক
২১-২৩ মার্চ- হিউস্টন, গ্র্যান্ড প্রেইরি, ডালাস
২৬-২৭ মার্চ- বুয়েনস এইরেস
২৮-২৯ মার্চ- সাও পাওলো
৩-৪ এপ্রিল- জ্যামাইকা
১৩-১৪ এপ্রিল -বারবাডোজ
১৭-১৮ এপ্রিল- অ্যান্টিগা অ্যান্ড বারবুডা
১৯-২০ এপ্রিল – সেন্ট লুসিয়া