বুধবার, ১৪ই মে, ২০২৫ খ্রিস্টাব্দ

ব্রাহ্মণবাড়িয়ায় প্রবাসীর স্ত্রীকে ধর্ষণচেষ্টা, ভিডিও ধারণ

ব্রাহ্মণবাড়িয়ার নবীনগর উপজেলায় প্রবাসীর স্ত্রীর ওপর বর্বর হামলা চালিয়ে নগদ টাকা, স্বর্ণালংকার লুটপাট ও ধর্ষণের চেষ্টার অভিযোগ উঠেছে। ঘটনার সময় ভুক্তভোগীকে উলঙ্গ করে ছবি ও ভিডিও ধারণ করা হয়, যা পরবর্তীতে ছড়িয়ে দেওয়ার হুমকিও দেয় অভিযুক্তরা।

ভুক্তভোগী জানান, গত ১১ মে গভীর রাতে ঘুমন্ত অবস্থায় তার ঘরের দরজা ভেঙে তিনজন দুর্বৃত্ত প্রবেশ করে। তারা তাকে অস্ত্রের ভয় দেখিয়ে প্রথমে আলমারির চাবি চায়। চাবি দিতে অস্বীকৃতি জানালে তাকে এবং পাশের রুমে থাকা দেবরকে মারধর করে। পরে তারা আলমারি থেকে নগদ দুই লাখ টাকা এবং প্রায় এক ভরি স্বর্ণালংকার লুট করে মওজুত করে। তারপর আসামিরা আয়েশাকে ধর্ষণের চেষ্টা করে এবং ধস্তাধস্তির একপর্যায়ে তার পরনের সালোয়ার খুলে ফেলে উলঙ্গ করে ছবি ও ভিডিও ধারণ করে। একপর্যায়ে তারা ভুক্তভোগী ও দেবরের আপত্তিকর ভিডিও মোবাইলে ধারণ করে এবং মোবাইল ফোন ছিনিয়ে নেয়। অভিযুক্তরা সামাজিক যোগাযোগ মাধ্যমে ভিডিও ছড়িয়ে দেওয়ার হুমকি দিয়ে ঘটনাস্থল ত্যাগ করে।

পরবর্তীতে ১নং আসামি শফিক মিয়া ভুক্তভোগীর ইমু নাম্বারে কল করে অর্থ দাবি করে এবং হুমকি দেয় চাহিদামতো টাকা না দিলে ভিডিও সামাজিক যোগাযোগ মাধ্যমে ছড়িয়ে দেওয়া হবে।

এ ঘটনায় নবীনগর থানায় নারী ও শিশু নির্যাতন দমন আইন, পর্নোগ্রাফি নিয়ন্ত্রণ আইন এবং দণ্ডবিধির বিভিন্ন ধারায় একটি মামলা (নং-১৮, তারিখ-১৩/০৫/২০২৫) রুজু হয়েছে। মামলায় মোট তিনজনকে আসামি করা হয়। এজাহারভুক্ত ৩নং আসামি নান্টু মিয়াকে (৪৫) ইতোমধ্যেই পুলিশ গ্রেফতার করেছে।

  • ঢাকা-টোকিও দ্বি-পাক্ষিক বৈঠক বৃহস্পতিবার, প্রাধান্য পাচ্ছে ড. ইউনূসের জাপান সফর

নবীনগর থানার অফিসার ইনচার্জ (ওসি) আবদুর রাজ্জাক জানান, ঘটনাটি অত্যন্ত গুরুত্বের সঙ্গে তদন্ত করা হচ্ছে।  ৩ নং আসামি নান্নু মিয়াকে গ্রেফতার করে বাকি  জড়িতদের দ্রুত আইনের আওতায় আনার চেষ্টা চলছে।

এ ঘটনায় এলাকায় চরম উদ্বেগ ও উৎকণ্ঠা বিরাজ করছে। সুশীল সমাজের মধ্যে এখন জানমালের নিরাপত্তার আশ্রয় কামনা করছে। পাশাপাশি থানা পুলিশ কে আরো টহল বাড়ানোর অনুরোধ করেন।

শেয়ার করুনঃ

সর্বশেষ

বিজ্ঞাপন

আর্কাইভ

শনি রবি সোম মঙ্গল বুধ বৃহ শুক্র
 
১০১১১৩১৫১৬
১৯২০২১২২২৩
২৪২৫২৬২৭৩০
৩১