শনিবার, ৪ঠা মে, ২০২৪ খ্রিস্টাব্দ

ব্রিটিশ কমেডিতে মালালা

ব্রিটিশ মিউজিক্যাল কমেডি ওয়েব সিরিজে দেখা যাবে শান্তিতে নোবেল বিজয়ী পাকিস্তানি তরুণী মালালা ইউসুফজাইকে। ‘উই আর লেডি পার্টস’ এ হাজির হবেন এই মানবাধিকারকর্মী। এটি চলতি বছরের মে মাসে প্রিমিয়ার হওয়ার কথা রয়েছে।

ধারণা করা হচ্ছে, মালালার সংগ্রাম এবং নারীর অধিকার প্রতিষ্ঠা ও শিক্ষার জন্য যে সাহসী ভূমিকা ছিল তা ওয়েব সিরিজে উপস্থাপন করা হবে।

এর আগে ২০২১ সালে মে মাসে ‘উই আর লেডি পার্টস’ এর প্রথম সিজন রিলিজ হয়।
শিক্ষার পক্ষে সাহসী ভূমিকা এবং একটি হত্যা প্রচেষ্টা থেকে রক্ষা পাওয়ার জন্য বিশ্বব্যাপী পরিচিত পান মালালা।

প্রসঙ্গত, মালালা ইউসুফজাই পাকিস্তানের তালেবান নিয়ন্ত্রিত একটি অঞ্চলে মেয়েদের শিক্ষার পক্ষে তার সাহসী ভূমিকার কারণে প্রথম আন্তর্জাতিক গণমাধ্যমের নজরে আসেন।

তালেবান জঙ্গিরা ২০১২ সালে মালালাকে স্কুল থেকে ফেরার পথে মাথায় গুলি করে হত্যার চেষ্টা চালায়। ওই ঘটনা তাকে বিশ্বজুড়ে পরিচিতি এনে দেয়।

১৭ বছর বয়সে ২০১৪ সালে সর্বকনিষ্ঠ হিসেবে নোবেল শান্তি পুরস্কার পান মালালা। সূত্র: সামা টিভি

শেয়ার করুনঃ

সর্বশেষ

বিজ্ঞাপন

আর্কাইভ

শনি রবি সোম মঙ্গল বুধ বৃহ শুক্র
 
১০
১১১২১৩১৪১৫১৬১৭
১৮১৯২০২১২২২৩২৪
২৫২৬২৭২৮২৯৩০৩১

All Rights Reserved ©2024