
ব্রিটেনের রানি দ্বিতীয় এলিজাবেথের শেষকৃত্যের পরিকল্পনা ফাঁস হয়েছে। তার মৃত্যুর পর যুক্তরাজ্য সরকার কী কী ব্যবস্থা ও অনুষ্ঠানের আয়োজন হবে তার সবকিছু এখন গণমাধ্যমের শিরোনামে।মার্কিন ভিত্তিক সংবাদ সংস্থা পলিটিকো এর প্রতিবেদন অনুযায়ী,যেদিন রানীর মৃত্যু হবে সেই দিনটিকে “ডি ডে” হিসেবে উল্লেখ করা হবে।পুরো পরিকল্পনাটির নাম ‘অপারেশন লন্ডন ব্রিজ’।রানির মৃত্যুর খবর প্রথমেই যারা পাবেন তাদের অন্যতম হলেন ব্রিটিশ প্রধানমন্ত্রী।রানির ব্যক্তিগত সচিব ফোনে তাকে মৃত্যুর খবর নিশ্চিত করবেন।পরে প্রধানমন্ত্রী প্রথমে সেই বার্তা জনসমক্ষে ঘোষণা করবেন। মন্ত্রীদের ফোন করে এবং রাজনীতিবিদদের ই-মেইল পাঠিয়ে জানানো হবে মৃত্যুর খবর।
ফাঁস হওয়া প্রতিবেদনে শুধু ব্রিটিশ সরকারের কর্ম পরিকল্পনার কথাই শুধু বলা হয়নি।রানির মৃত্যুর পর রাজপরিবারের সদস্যদের কর্তব্য-করণীয় পর্যন্ত তাতে উল্লেখ করা হয়েছে।রানির মৃত্যুর পরেই পরবর্তী রাজা হিসেবে চার্লসের নাম ঘোষণা করা হবে।সন্ধ্যা ৬টায় নতুন রাজা জাতির উদ্দেশ্যে ভাষণ দেবেন।রানির মৃত্যুর কথা ঘোষণার ১০ মিনিটের মধ্যেই যুক্তরাজ্যের সকল সরকারি অফিসের জাতীয় পতাকা অর্ধনমিত করে ১ মিনিট নীরবতা পালন করা হবে।রানিকে কবে সমাধিত করা হবে সে বিষয়েও বিস্তারিত বলা হয়েছে।মৃত্যুর অন্তত ১০ দিন পরে তাকে সমাধিস্থ করা হবে।শেষকৃত্যের অনুষ্ঠানের দিনটিকে জাতীয় শোক ঘোষণা করা হবে।এই ১০ দিন ধরে বন্ধ থাকবে ব্রিটিশ পার্লামেন্টের কাজকর্ম।এই সময়ে পালন করা হবে নানা-আচারবিধি।