বুধবার, ১৪ই মে, ২০২৫ খ্রিস্টাব্দ

ভাঙচুর রোধে পরীক্ষার্থীদের চকলেট উপহার ডিসির

এসএসএসি পরীক্ষা সমাপ্তির দিনে নারায়ণগঞ্জ জেলার  অনেক পরীক্ষা কেন্দ্র ভাঙচুরের অভিযোগ এসেছিল ক্ষুদে শিক্ষার্থীদের বিরুদ্ধেই। ভাঙচুর রোধে সারাদেশে মানবিক জেলা প্রশাসক হিসেবে পরিচিত নারায়ণগঞ্জ জেলা প্রশাসক মোহাম্মদ জাহিদুল ইসলাম মিঞা জেলার প্রায় ৩৪ হাজার এসএসসি পরীক্ষার্থীদের মাঝে এবার চকলেট উপহার দিলেন।

জেলার অভিভাবকের পক্ষ থেকে চকলেট উপহার পেয়ে উচ্ছ্বসিত পরীক্ষার্থীরা এবার কেন্দ্র ভাংচুর না করে পরীক্ষা শেষে সুশৃংখলভাবে কেন্দ্র ত্যাগ করেছে বলে জানা গেছে।

জেলা প্রশাসক জাহিদুল ইসলামের ব্যাতিক্রমী এই উদ্যোগের বিষয়ে জেলার ইসলামিক এডুকেশনাল ট্রাস্ট (আই.ই.টি) সরকারি উচ্চ বিদ্যালয়ের প্রধান শিক্ষিকা সেলিনা আক্তার বলেন,এটা কল্পনা করা যায় একজন ডিসি নিজে উপস্থিত থেকে ক্ষুদে শিক্ষার্থীদের চকলেট উপহার দিয়ে তাদের ভালো কাজে মোটিভেটেড করছেন?

আমরাও শিক্ষার্থী ছিলাম এক সময়। আমরা এই সব স্মরণীয় মুহুর্ত থেকে বঞ্চিত ছিলাম। আমরা এই সব কিছুই দেখিনি। ডিসি স্যারের কাছে থেকে চকলেট পাওয়া সত্যিই ভাগ্যের ব্যাপার,তিনি আরো যোগ করলেন।

কদমতুলি এম ডব্লিউ উচ্চ বিদ্যালয়ের প্রধান শিক্ষক রওশন আরা আক্তার বলেন,আমাদের কেন্দ্রে এবার ১,৭৫৯ জন শিক্ষার্থী এসএসসি পরীক্ষা দিয়েছে। গত বছর শেষ পরীক্ষার দিন পরীক্ষা শেষে পরীক্ষা কেন্দ্রে ভাঙচুর করেছিল। এবার ভাঙচুর ঠেকাতে নারায়ণগঞ্জ জেলা প্রশাসক মহোদয় এই ব্যাতিক্রমী উদ্যোগ নিয়েছিলেন। উনার নির্দেশে আমরা পরীক্ষা শেষে সব পরীক্ষার্থীদের চকলেট উপহার দিয়েছি ডিসি স্যারের পক্ষ থেকে। ডিসি স্যারের কাছে থেকে এই ছোট উপহার পেয়েও শিক্ষার্থীরা অনেক খুশি হয়েছে।আমরা শিক্ষার্থীদের ভালো কাছে উদ্বুদ্ধ করেছি চকলেট দেয়ার সময়ে। শিক্ষার্থীরাও ব্যাপক উচ্ছ্বাস প্রকাশ করেছে।

পাগলা উচ্চ বিদ্যালয়ের প্রধান শিক্ষিকা সেলিনা সুলতানা বলেন আমাদের কেন্দ্রে মোট ১,১৭৪ জন পরীক্ষার্থী পরীক্ষায় অংশগ্রহণ করেছিল। গত বছর কিছু পরীক্ষার্থী আমাদের কেন্দ্রও ভাঙচুর করেছিল শেষ পরীক্ষার দিনে।

পরীক্ষা শেষে কোমলমতি শিক্ষার্থীদের আমরা ডিসি স্যারের নির্দেশে চকলেট উপহার দিয়েছি। বাচ্চারা অনেক আনন্দ পেয়েছে। আমরাও সুন্দরভাবে তাদের কেন্দ্র থেকে বিদায় দিয়েছি। কোন ধরনের কোন ঝামেলা হয়নি।

ব্যাতিক্রমী এই উদ্যোগের ভুয়সী প্রশংসা করে তিনি আরো বলেন,আমার শিক্ষকতা জীবনে এই প্রথম এমন একটা কার্যকর মোটিভেশানাল উদ্যোগ দেখলাম।

নারায়ণগঞ্জ কামিল মাদ্রাসা ও আদর্শ স্কুল কেন্দ্রের দায়িত্বপ্রাপ্ত শিক্ষক আব্দুর রহিম বলেন ডিসি স্যারের চকলেট উপহার পেয়ে উচ্ছ্বসিত পরীক্ষার্থীরা শান্তিপূর্ণভাবে কেন্দ্র ত্যাগ করেছে। কোনও প্রকার অপ্রীতিকর ঘটনা ঘটেনি।

সিদ্ধিরগঞ্জের টেক্সটাইল  ভোকেশনাল ইনস্টিটিউটের শিক্ষক ফেরদৌস রহমান বলেন পরীক্ষা শেষ করে আনন্দের উত্তেজনায় জেলার কিছু পরীক্ষা কেন্দ্র ভাঙচুর করেছিল  গত বছর পরীক্ষার্থীরা। এবার ভাংচুর  রোধে জেলা প্রশাসক স্যারের এই রকম আইডিয়া দারুন হয়েছে।

কমর আলী হাই স্কুল এন্ড কলেজের শিক্ষক মো: নরুল ইসলাম বলেন ডিসি স্যারের চকলেট উপহার পেয়ে পরীক্ষার্থীরা কোনরকম ঝামেলায় না জড়িয়ে সুশৃংখলভাবে পরীক্ষা শেষে কেন্দ্র ত্যাগ করেছে। তিনি জানিয়েছেন জেলা প্রশাসনের এরকম উদ্যোগের ভুয়সী প্রশংসা করেছেন পরীক্ষার্থী, শিক্ষক এবং অভিভাবকগণ।

দেওভোেগ হাজী উজির আলী উচ্চ বিদ্যালয়ের প্রধান শিক্ষিকা আলেয়া বেগম বলেন সকল পরীক্ষার্থীর মাঝে চকলেট বিতরনের খুব সুন্দর উদ্যোগ ছিল আজ। শিক্ষকদের পক্ষ থেকে জেলা প্রশাসক মহোদয়কে ধন্যবাদ জানাচ্ছি।

জেলা প্রশাসন সুত্রে জানা গেছে, নারায়ণগঞ্জ জেলার ৪৮টি কেন্দ্রে অনুষ্ঠিত পরীক্ষায় অংশগ্রহণকারী ৩৩,১৮২ জন পরীক্ষার্থীর মাঝে পরীক্ষার শেষে জেলা প্রশাসকের পক্ষ থেকে চকলেট উপহার দেয়া হয়। ভাংচুর রোধে ব্যতিক্রমী আয়োজনটি নারায়ণগঞ্জের  জেলা প্রশাসক মোহাম্মদ জাহিদুল ইসলাম নিজে তদারকি করেছেন।

জেলা প্রশাসক স্বয়ং উপস্থিত থেকে ইসলামিক এডুকেশনাল ট্রাস্ট (আই.ই.টি) সরকারি উচ্চ বিদ্যালয় কেন্দ্রে পরীক্ষার্থীদের মাঝে চকলেট বিতরণ করেন। তিনি এ সময় শিক্ষার্থীদের ভবিষ্যতে কর্মপরিকল্পনার কথা জিজ্ঞেস করেন এবং ভালো কাজে উদ্বুদ্ধ করেন বলে জানা গেছে।  তিনি শিক্ষা জীবনের এই গুরুত্বপূর্ণ অধ্যায় সম্পন্ন করায় তাদের  শুভেচ্ছাও জানান।

এসময় আরও উপস্থিত ছিলেন অতিরিক্ত জেলা প্রশাসক (শিক্ষা ও আইসিটি), সদর উপজেলার উপজেলা নির্বাহী অফিসার, সংশ্লিষ্ট বিদ্যালয়ের শিক্ষকবৃন্দ ও স্থানীয় গণমাধ্যম কর্মীগণ।

চকলেট বিতরণের পাশাপাশি জেলা প্রশাসক শিক্ষার্থীদের সার্বিক পরীক্ষার অবস্থা সম্পর্কে খোঁজখবর নেন এবং পরীক্ষোত্তর সময়কে ফলপ্রসূভাবে কাজে লাগাতে নানা দিকনির্দেশনামূলক পরামর্শ প্রদান করেন।

এই উৎসাহব্যঞ্জক উদ্যোগটি শিক্ষার্থীদের মাঝে এক আনন্দঘন পরিবেশ সৃষ্টি করে, তাদের ভবিষ্যৎ পথচলায় নতুন উদ্দীপনা যোগাবে বলে আশাবাদী মানবিক জেলা প্রশাসক জাহিদুল ইসলাম।

শেয়ার করুনঃ

সর্বশেষ

বিজ্ঞাপন

আর্কাইভ

শনি রবি সোম মঙ্গল বুধ বৃহ শুক্র
 
১০১১১৩১৫১৬
১৯২০২১২২২৩
২৪২৫২৬২৭৩০
৩১