ইন্ডিয়ান প্রিমিয়ার লিগের (আইপিএল) আসন্ন আসরে কলকাতা নাইট রাইডার্সের হয়ে খেলার কথা ছিল মুস্তাফিজুর রহমানের। তবে আসর শুরুর আগেই তাকে স্কোয়াড থেকে বাদ দিতে কলকাতাকে নির্দেশ দিয়েছে বোর্ড অব কন্ট্রোল ফর ক্রিকেট ইন ইন্ডিয়া (বিসিসিআই)। বোর্ডের নির্দেশ মেনে বাংলাদেশি এই পেসারকে বাদ দেওয়ার ঘোষণা দিয়েছে ফ্যাঞ্চাইজিটি।মূলত নিরাপত্তা শঙ্কায় মুস্তাফিজকে আইপিএলে খেলার অনুমতি দিচ্ছে না ভারত সরকার। কলকাতা জানিয়েছে, ‘বিসিসিআইয়ের নির্দেশনা অনুসারে সকল প্রক্রিয়া ও অভ্যন্তরীণ পরামর্শের পর তাকে (মুস্তাফিজ) ছেড়ে দেওয়া হয়েছে। আইপিএলের নীতিমালা অনুসারে কলকাতাকে বদলি ক্রিকেটার নেওয়ারও অনুমোদন দিয়েছে বিসিসিআই। দ্রুততম সময়ের মধ্যে আরও বিস্তারিত জানানো হবে।’
বাংলাদেশি এই পেসারের নিরাপত্তা শঙ্কা এখন ক্রিকেট ছাপিয়ে দুই দেশের কূটনৈতিক অঙ্গন পর্যন্ত যেতে পারে। কারণ ভারতীয় সরকার এখানে সরাসরি হস্তক্ষেপ করেছে। ক্রিকেটীয় বিষয়ে ভারত সরকারের হস্তক্ষেপের ফলে দুই দেশের ক্রিকেট বন্ধনে ফাটল ধরবে?কেউ কেউ প্রশ্ন তুলছেন, ভারত যদি একজন বাংলাদেশি ক্রিকেটারের নিরাপত্তা নিশ্চিত করতে না পারে তাহলে আসন্ন টি-টোয়েন্টি বিশ্বকাপে পুরো বাংলাদেশ দলকে কীভাবে নিরাপত্তা দেবে? বাংলাদেশি সমর্থকদের এমন দাবি একেবারেই যে অযৌক্তিক তা কিন্তু নয়। তবে সেটা এখন নির্ভর করছে বাংলাদেশ ক্রিকেট বোর্ডের (বিসিবি) ওপর।
বিসিবি পরিচালক আমজাদ হোসেন ভারতের মাটিতে টি-টোয়েন্টি বিশ্বকাপ খেলা নিয়ে বলেন, 'আইসিসির একটা সিকিউরিটি প্রোটোকল গাইডলাইন আছে তারা দেখবে। আমরাও ক্রিকেটারদের নিরাপত্তার বিষয়ে কথা বলে সিদ্ধান্ত নিব।'