আহমেদাবাদের পুলিশ প্রধান বিবিসিকে জানিয়েছেন, দুর্ঘটনাস্থল থেকে ২০৪টি লাশ উদ্ধার করা হয়েছে।
এখনও নিশ্চিতভাবে জানা যায়নি এই ২০৪ জন সবাই কি বিমানে ছিলেন, নাকি বিমানের ধাক্কায় মাটিতে থাকা কিছু মানুষও প্রাণ হারিয়েছেন।
বিমান পরিবহন সংস্থা এয়ার ইন্ডিয়া'র বিমান দুর্ঘটনাকে “অত্যন্ত মর্মান্তিক” হিসাবে আখ্যা দিয়েছেন ভারতের পররাষ্ট্র মন্ত্রণালয়ের মুখপাত্র রণধীর জয়সওয়াল।
তিনি সাপ্তাহিক প্রেস ব্রিফিংয়ে বলেন, উদ্ধার কার্যক্রম চলছে। সুনির্দিষ্ট তথ্যের জন্য আমাদের আরও কিছুটা সময় অপেক্ষা করতে হবে।
তবে তিনি বলেন, আমরা অনেক মানুষকে হারিয়েছি। যারা প্রিয়জনদের হারিয়েছেন, তাদের প্রতি আমরা আমাদের গভীর সমবেদনা জানাচ্ছি।