শুক্রবার, ৩রা মে, ২০২৪ খ্রিস্টাব্দ

ভালোবাসার এক রূপ

কবিঃ কাজী হাবিবুর রহমান

আমায় যখন দেখ দূরে একা,
কাছে এসে কর কেন দেখা?
ছোটখাটো নিছক অজুহাতে,
থাকতে চাহ আমার সাথেসাথে।
জানতে গেলে ভালোবাস কিনা?
মাথা নেড়ে বল আমায় ছিঃ না।
মুখ ঘুরিয়ে আসি তখন ফিরে,
তোমার পদ চলে ধীরেধীরে!
ভরদুপুরে আমার বকুলতলে,
আস তুমি ফুলকুড়ানোর ছলে,
আড় চোখেতে আমার বাতায়নে,
চেয়ে দেখ কেন ক্ষণে ক্ষণে?
বুঝি না তার কোনকিছু আমি,
ভাবি শুধু তোমায় দিবস-যামি।
বিকালবেলা ফুলেরমালা হাতে
হেঁটে বেড়াও সখিগণের সাথে।
ওরা যখন আমায় দেখে ফেলে,
হাসে কেন তোমার গায়ে ঠেলে?
মালা নিয়ে কাড়াকাড়ি করে,
তুমি রাখো সযতনে ধরে।
সখিরাসব তখন হাসতে থাকে,
তোমার হাসি লুকাও ঠোঁটের বাঁকে।
কি যে বলে তোমার কানেকানে,
কাজলচোখে তাকাও আমার পানে।
সুখে আমার বুকের মাঝে জ্বলে,
একেই বুঝি ভালোবাসা বলে।
রাতে আমার ঘুম আসে না চোখে,
তোমায় নিয়ে ভাবি স্বপ্নলোকে।
পরের দিনে বাইরে ঘুরে এসে,
চোখটি জুরায় মনটি ওঠে হেসে,
বই এর উপর সেই সে মালাখানি,
রেখে গেছ চুপটি করে আনি।
মনের মাঝে স্বর্গ এলো নামি,
ভালবাসার মহানায়ক আমি।
খুশি যেন বুকেতে না ধরে,
উল্লাসে মন উথালপাতাল করে।
এবার তুমি আমার ষোলআনা,
ধরবো দু’হাত করবে কে আর মানা?
বের হয়ে যাই তোমায় দেখবো বলে,
গিয়ে দেখি যাচ্ছ তুমি চলে।
এসেছিলে বোনের শ্বশুরবাড়ি,
নিয়ে গেলে মনটা আমার কাড়ি।
বিদায়কালে আমার পানে চেয়ে,
অশ্রু তোমার ঝরে গণ্ডবেয়ে।
ছাড়ল তোমার গাড়ি ধীরেধীরে,
সিক্ত চোখের দৃষ্টি নাতো ফিরে।
একহাত তুলে আলতো করে নেড়ে,
বিদায় নিলে, নিলে হৃদয় কেড়ে।

——-

শেয়ার করুনঃ

সর্বশেষ

বিজ্ঞাপন

আর্কাইভ

শনি রবি সোম মঙ্গল বুধ বৃহ শুক্র
 
১০
১১১২১৩১৪১৫১৬১৭
১৮১৯২০২১২২২৩২৪
২৫২৬২৭২৮২৯৩০৩১

All Rights Reserved ©2024