
কবিঃ রিয়াজ উদ্দিন বাবুল
ভালোবাসা দিবো যারে
নেয়নি কোন খোঁজ,
ভালোবাসা দিয়ে যাবো
বছর মাস দিন রোজ।
ভালোবাসা দিয়ে গেলাম
নাহি পেলাম দেখা,
আজও একা,ভালোবাসার মানে
হয়নি আমার শেখা।
যাই লেখে যাই ভালোবাসার কথা,
হৃদয়কোণে জমাট বাঁধা ব্যথা।
মনের কথা জমানো ব্যথা,
কারে গিয়ে কই!
ইচ্ছে করে তোমায় জড়িয়ে ধরে
পাশে আজীবন রই।