বৃহস্পতিবার, ২রা মে, ২০২৪ খ্রিস্টাব্দ

ভালো থেকো ভালোবাসা

কবিঃ সৈয়দ ইসমাইল হোসেন 

ঘুরে আমি পথে পথে
বেঁচে আছি কোনমতে ,
আঁখিজলে দিনেরাতে
কাঁদি একা বেদনাতে ।

থাকে নারে সাথী পাশে
দূরে বসে ভালোবাসে
অকারণে ছুটে পিছু
ভালো নাহি লাগে কিছু ।

বহুদূরে থেকে সাথী
করে কথা কাটাকাটি ,
ছলনাতে কাছে ডাকে
মনেমনে দূরে রাখে ।

নানাভাবে বলি তারে
সে-তো কিছু বোঝেনারে ,
হ’য়ে আমি দিশেহারা
পথে বুঝি যাবো মারা ।

কতো আশা ছিলো মনে
ঘুরি একা কাঁটাবনে ,
মিছে মায়া ভালো নারে
এ ব্যথা বোঝাবো কারে ?

ধুঁকে ধুঁকে মরি আমি
বুকে জ্বালা দিবা যামী ,
সুখে থাকা হলো নারে
বুঝি আমি হারে হারে ।

বলিতে পারিনা মুখে
সবে ভাবে আছি সুখে ,
হবে নারে দেখা জানি
আঁখি ভরে ঝরে পানি ।

ছোট মাথা করে নীচু
ভাবি আমি কতকিছু ,
ঘুচিবে না এ হতাশা
ভালো থেকো ভালোবাসা ।

শেয়ার করুনঃ

সর্বশেষ

বিজ্ঞাপন

আর্কাইভ

শনি রবি সোম মঙ্গল বুধ বৃহ শুক্র
 
১০
১১১২১৩১৪১৫১৬১৭
১৮১৯২০২১২২২৩২৪
২৫২৬২৭২৮২৯৩০৩১

All Rights Reserved ©2024