মঙ্গলবার, ৭ই মে, ২০২৪ খ্রিস্টাব্দ

ভাষা আন্দোলন

কবিঃ সৈয়দ ইসমাইল হোসেন

শোনো সকল ভগ্নি-ভ্রাতা
বলছি আমার মনের কথা ,
ভাষা আন্দোলনকে কেন্দ্র করেই
হয়েছিলো স্বাধীনতা ।

বায়ান্নর সেই আন্দোলন
করছে বাংলার বীর সন্তান ,
মাতৃভাষা রক্ষা করতে
বিসার্জন দিছেন নিজের প্রাণ ।

রাষ্ট্রভাষা বাংলা চাই
সবার ছিল এই শপথ ,
বুকের তাজা রক্ত ঢেলে
রাঙিয়েছেন রাজপথ ।

সালাম,বরকত ও রফিকের রক্ত
বৃথা যেতে দেবোনা ,
জুলুমবাজদের জুলুম আমরা
কখনো মেনে নেবোনা ।

ভাষা শহীদদের সেই আত্মত্যাগ
সর্বদা রাখবো স্মরণ ,
বাঙালি জাতি তাদের প্রতি
কৃতজ্ঞ থাকবে আজীবন ।

অন্যায়ের কাছে হয়নি নতো
বাংলা মায়ের সোনার ছেলে ,
ভাষার জন্য জীবন দিছে
বুকের তাজা রক্ত ঢেলে ।

তাদের সৎ প্রচেষ্টায়
অন্যায় শক্তির হয়েছে ক্ষয়,
ভাষার মর্যাদা রক্ষা করতে
করেনি কখনো মরণের ভয় ।

জীবন দিয়ে ভাষার মর্যাদা
রক্ষা করেছেন যারা ,
বাংলাদেশের ইতিহাসে
শ্রেষ্ঠ সন্তান তারা ।

আছেন যতো যুবক যুবতি
পরিহার করুন ভুলভ্রান্তি ,
প্রয়োজন হলে জীবন দিয়েও
রক্ষা করবো দেশের শান্তি ।

শহীদের স্মৃতি স্মরণ করে
আজকে আমরা শপথ করি ,
কাঁধে কাঁধ মিলিয়ে সবাই
আসুন সোনার বাংলা গড়ি ।

কারো মনে থাকবেনা আর হিংসা গর্ব অহংকার ,
ধুয়ে মুছে শেষ করে দাও
মনের যতো অন্ধকার ।

বাংলাভাষা প্রতিষ্ঠার লক্ষ্যে
বাঙালি জাতি করেছে সংগ্রাম,
বিশ্বমাঝে সকলের কাছ
বাংলাভাষার রয়েছে সুনাম ।

বাঙালি জাতি কোথাও কভু
অন্যায়ের কাছে নোয়ায়নি মাথা ,
স্বর্ণাক্ষরে থাকবে লেখা
বিশ্ব ইতিহাসের প্রতিটি পাতা ।

তরুণদের দল সম্মুখে চল
বিজয় শপথ নিয়ে ,
অন্যায়কে দমন করে
ন্যায় আনবো ছিনিয়ে ।

আছে যতো মীরজাফর
এই বাংলায় দেবো কবর ,
সমূলে ধবংস করবো
রাজাকারের বংশধর ।

চায়না সমাজ অসৎ লোক
প্রতারকদের বিচার হোক,
স্বজনহারা মানুষগুলোর
বুকে আছে গভীর শোক ।

তরুণ যারা এখনি তারা
সংগ্রাম করে চলো ,
বুকে অসীম সাহস নিয়ে
সদা সত্য কথা বলো ।

বাঙালি জাতি কখনো কোনদিন
করেনিকো শীর নতো ,
ভাষার মর্যাদা রক্ষা করে
বাঁচবো আমরা বাঁচার মতো ।

আন্তর্জাতিক মাতৃভাষা হিসাবে
বাংলাভাষা গণ্য ,
ভাষার জন্য আন্দোলন করে বাঙালি জাতি ধন্য ।

মা, মাটি ও মানুষকে ভালোবাসা
সকল লোকেরই প্রয়োজন ,
দেশের সম্মান রক্ষা করতে
তাৎপর্যপূর্ণ ভাষা আন্দোলন ।

 

শেয়ার করুনঃ

সর্বশেষ

বিজ্ঞাপন

আর্কাইভ

শনি রবি সোম মঙ্গল বুধ বৃহ শুক্র
 
১০
১১১২১৩১৪১৫১৬১৭
১৮১৯২০২১২২২৩২৪
২৫২৬২৭২৮২৯৩০৩১

All Rights Reserved ©2024