শনিবার, ১৮ই মে, ২০২৪ খ্রিস্টাব্দ

ভোরে কিউইদের বিপক্ষে নামছে শান্তরা

ভোরে প্রথম ওয়ানডেতে নিউজিল্যান্ডের বিপক্ষে মাঠে নামছে বাংলাদেশ। ডানেডিনে তিন ম্যাচ সিরিজের প্রথমটিতে মাঠে নামার আগে আত্মবিশ্বাসী টাইগাররা। একমাত্র প্রস্তুতি ম্যাচে কিউই একাদশে ২৬ রানে হারানোর স্মৃতি নিয়ে নিউজিল্যান্ড মিশন শুরু করবে নাজমুল হোসেন শান্ত বাহিনী।

বাংলাদেশ সময় শনিবার দিবাগত রাত ৪টায় ডানেডিনের ইউনিভার্সিটি ওভালে শুরু হবে নিউজিল্যান্ড-বাংলাদেশের প্রথম ওয়ানডে। নিয়মিত অধিনায়ক সাকিব আল হাসানের চোটের কারণে টাইগারদের নেতৃত্ব দিবেন নাজমুল শান্ত।

কঠিন কন্ডিশনে কিউই একাদশকে হারিয়ে আত্মবিশ্বাসী বাংলাদেশ। প্রথম ওয়ানডেতেও ব্যাটিং-বোলিংয়ে নিজেদের সেরাটা দিতে চান বাংলাদেশ অধিনায়ক। টাইগাররা নিজেদের সেরাটা দিতে পারলে কিউইদের হারানো সম্ভব মনে করেন নাজমুল শান্ত। তাছাড়া মূল স্কোয়াডের অধিকাংশ খেলোয়াড় বিশ্রামে রেখেছে স্বাগতিকরা। বাংলাদেশ দলেও রয়েছে ব্যাপক পরিবর্তন। ইনজুরির কারণে দলের বাইরে রয়েছেন সাকিব, তাসকিন, মাহামুদুল্লাহর মতো অভিজ্ঞরা।

ওয়ানডে বিশ্বকাপের সীমিত ওভারের ম্যাচে প্রথমবার মাঠে নামছে দুদল। প্রতিযোগিতার সেমিফাইনাল থেকে বিদায় নেয় নিউজিল্যান্ড। অন্যদিকে অষ্টম স্থানে থেকে বাজেভাবে টুর্নামেন্টের রাউন্ড রবিন লিগ থেকে বিদায় নেয় বাংলাদেশ। তবে বিশ্বকাপ ব্যর্থতা কাটিয়ে নতুন আশা নিয়ে নিউজিল্যান্ডের বিপক্ষে প্রথম ওয়ানডে মাঠে নামছে টাইগাররা। বিশ্বকাপ পরবর্তী দলে একাধিক পরিবর্তন এনেছে টিম ম্যানেজমেন্ট। স্কোয়াডে ফেরেছেন সৌম্য সরকার, আফিফ হোসেন।

২০০৮ থেকে ২০২৩ পর্যন্ত নিয়মিত নিউজিল্যান্ড সফর করছে বাংলাদেশ। তাসমান সাগরের দেশটিতে মোট ১৬টি ওয়ানডে খেললেও, ফলাফল একদম শূন্য। তবে এবার পরাজয়ের ধারা ভাঙতে চায় বাংলাদেশ অধিনায়ক নাজমুল শান্ত।

নিউজিল্যান্ডের ঠান্ডা আবহাওয়া, কনকনে বাতাস আর সবুজ ঘাসের উইকেট সব কিছুই বাংলাদেশের বিপক্ষে। তবে এইসব কিছুই নিয়ে চিন্তিত নয় বাংলাদেশের অধিনায়ক নাজমুল হোসেন শান্ত। মাঠের খেলাতেই মনোযোগ রাখতে চান তারা।

শেয়ার করুনঃ

সর্বশেষ

বিজ্ঞাপন

আর্কাইভ

শনি রবি সোম মঙ্গল বুধ বৃহ শুক্র
 
১০
১১১২১৩১৪১৫১৬১৭
১৮১৯২০২১২২২৩২৪
২৫২৬২৭২৮২৯৩০৩১

All Rights Reserved ©2024