মধ্যপ্রাচ্যে বিশেষ কিছুর ইঙ্গিত দিলেন ট্রাম্প

মধ্যপ্রাচ্যে বিশেষ কিছুর ইঙ্গিত দিয়েছেন মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প।মধ্যপ্রাচ্য সংকট নিয়ে একটি গুরুত্বপূর্ণ অগ্রগতি হওয়ার আভাস দিয়েছেন তিনি। ইসরায়েলি প্রধানমন্ত্রী বেনিয়ামিন নেতানিয়াহুর হোয়াইট হাউস সফরের একদিন আগে আজ রবিবার ট্রাম্প এ কথা বলেন।

ট্রাম্প বলেছেন, ‘সবাই বিশেষ কিছুতে একমত হয়েছে।’ তার ট্রুথ সোশ্যাল প্ল্যাটফর্মে এক পোস্টে তিনি বলেন, ‘আমরা মধ্যপ্রাচ্যে মহৎ কিছু করার জন্য একটি বাস্তবসম্মত সুযোগ পেয়েছি। প্রথমবারের মতো সবাই বিশেষ কিছুতে একমত হয়েছে। আমরা এটি সম্পন্ন করব।’

এর আগে শুক্রবার ওয়াশিংটনে সাংবাদিকদের সঙ্গে আলাপকালে ট্রাম্প বলেন, আমার মনে হয় গাজা নিয়ে আমরা একটি চুক্তিতে পৌঁছেছি। একই দিনে জাতিসংঘের সাধারণ পরিষদে ভাষণ দেন ইসরায়েলের প্রধানমন্ত্রী বেনিয়ামিন নেতানিয়াহু। তবে তার ভাষণের সময় বেশিরভাগ দেশ ওয়াকআউট করে চলে যায়।

Tag :
WP2Social Auto Publish Powered By : XYZScripts.com

মধ্যপ্রাচ্যে বিশেষ কিছুর ইঙ্গিত দিলেন ট্রাম্প

আপডেট ১০:২৪:৫১ অপরাহ্ণ, রবিবার, ২৮ সেপ্টেম্বর ২০২৫

মধ্যপ্রাচ্যে বিশেষ কিছুর ইঙ্গিত দিয়েছেন মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প।মধ্যপ্রাচ্য সংকট নিয়ে একটি গুরুত্বপূর্ণ অগ্রগতি হওয়ার আভাস দিয়েছেন তিনি। ইসরায়েলি প্রধানমন্ত্রী বেনিয়ামিন নেতানিয়াহুর হোয়াইট হাউস সফরের একদিন আগে আজ রবিবার ট্রাম্প এ কথা বলেন।

ট্রাম্প বলেছেন, ‘সবাই বিশেষ কিছুতে একমত হয়েছে।’ তার ট্রুথ সোশ্যাল প্ল্যাটফর্মে এক পোস্টে তিনি বলেন, ‘আমরা মধ্যপ্রাচ্যে মহৎ কিছু করার জন্য একটি বাস্তবসম্মত সুযোগ পেয়েছি। প্রথমবারের মতো সবাই বিশেষ কিছুতে একমত হয়েছে। আমরা এটি সম্পন্ন করব।’

এর আগে শুক্রবার ওয়াশিংটনে সাংবাদিকদের সঙ্গে আলাপকালে ট্রাম্প বলেন, আমার মনে হয় গাজা নিয়ে আমরা একটি চুক্তিতে পৌঁছেছি। একই দিনে জাতিসংঘের সাধারণ পরিষদে ভাষণ দেন ইসরায়েলের প্রধানমন্ত্রী বেনিয়ামিন নেতানিয়াহু। তবে তার ভাষণের সময় বেশিরভাগ দেশ ওয়াকআউট করে চলে যায়।