
কবিঃ শিকদার রাইসুল ইসলাম কবির
এ ধরাতে মানব কুলে
পাঠিয়েছ তুমি প্রভু।
লোভে পাপে মনুষ্যত্ব
জাগ্রত হয়নি কভু।
সৃষ্টির মাঝে শ্রেষ্ঠ করে
দিয়ছ মানব জীবন।
মানুষের তরে করেছ সৃজন
কতনা সুন্দর ভুবন!
আর কত কাল অমানুষ রুপে
থাকব ধরায় পড়ে?
মনের পশু জবাই করে
মানুষ কর মোরে।
মানুষ হলেই মানব জীবন
সার্থক হবে তবে।
না হলে যে মানব জনম
বৃথাই যাবে ভবে।
মনুষ্যত্বের আলোর শিখা
জ্বালিয়ে দাও মনে।
দাবানল ছড়িয়ে যাক
পশুত্বের এই বনে।
জ্বলে পুড়ে ছাই হয়ে যাক
পশুর আবাস ভূমি।
উর্বর কর প্রভু তুমি
আমার মনুষ্যত্বের জমি।