সোমবার, ২২শে ডিসেম্বর, ২০২৫ খ্রিস্টাব্দ

মহাখালীতে মাস্ক পরে এসে নির্মাণ কর্মকর্তাকে গুলি

রাজধানীর মহাখালী এলাকায় মুখে মাস্ক পরে এসে মো. নাজিমুদ্দিন (৪২) নামে এক নির্মাণ কর্মকর্তাকে গুলি করে আহত করেছে সন্ত্রাসীরা।‎

 

‎রোববার (২১ ডিসেম্বর) বিকেল সাড়ে তিনটায় মহাখালীর টিবি গেটের পাশে নির্মাণাধীন নার্সিং ইনস্টিটিউট এলাকায় এ ঘটনা ঘটে।‎আহত নাজিমুদ্দিন নোয়াখালীর বেগমগঞ্জ উপজেলার খানপুর গ্রামের আমিনুল্লাহ চৌধুরীর ছেলে।‎

 

‎আহতের ছোট ভাই আজিম উদ্দিন জানান, নাজিমুদ্দিন মহাখালীতে নার্সিং ইনস্টিটিউটের নির্মানাধীন একটি ভবনের সাইট ব্যবস্থাপক হিসেবে কাজ করছেন। বিকেলে হঠাৎই ৮-১০ জন সন্ত্রাসী মাস্ক পরে এসে একজন প্রকৌশলীকে খুঁজতেছিল। এসময় নাজিমুদ্দিনকে মারধর করে।

 

পরে হুমকি দিয়ে চলে যাওয়ার সময় সন্ত্রাসীরা নাজিমুদ্দিনকে গুলি করে পালিয়ে যায়। গুলিটি তার বাঁ-পায়ের হাঁটুর এক পাশ দিয়ে ঢুকে অন্য পাশ দিয়ে বেরিয়ে যায়। পরে তাকে উদ্ধার করে আহত অবস্থায় হাসপাতালে নিয়ে যায়।‎

 

‎এ বিষয়ে বনানী থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) খালিদ মনসুর বলেন, ‘মহাখালী এলাকায় একটি নির্মাণাধীন ভবনে গুলির ঘটনা ঘটেছে। আমরা কাজ করছি। এ বিষয়ে মামলা প্রক্রিয়াধীন রয়েছে।’

শেয়ার করুনঃ