বৃহস্পতিবার, ২রা মে, ২০২৪ খ্রিস্টাব্দ

মাটির ঘর

কবিঃ আবুল হাশেম

প্রকৃতি ডাকে আমারে হাত ইশারাতে
আমি ইট পাথরের বদ্ধ শহরে।
কল্পনাতে আমি থাকি প্রকৃতির সাথে মিশে
ধানের গন্ধে মাটির টানে
মন ছুটে যায় আমার সোনার গ্রামে।
যেখানে ছড়িয়ে আছে মায়ার বাঁধন
প্রত্যেক টা লোকের সাথে মিশে আছে
শুধু রক্ত নয় আত্মার বন্ধন।

এ শহরে একই ছাদের নিচে হাজার জন
তবু্ও নয় কেউ কারো আপন জন।
গাঁয়ের সবুজ ঘাস মেঠোপথ আমারে টানে সারাক্ষণ
বদ্ধ শহরে থেকেও আমার মন ছুটি যায়
গাঁয়ের ধানক্ষেতের আইলের উপরে।
সবুজ ঘেরা গাঁয়ের পথে
আমি হেঁটে চলছি হাজার বছর ধরে।

বাতাসে যখন দোলে ধানের ক্ষেত
মনে হয় সবুজ ঢেউ খেলে
ভেসে ভেসে চলে অবিরাম পথ ধরে।
আমি ও চলি সবুজের সাথে মিলেমিশে
আমার বুকের ভেতর সবুজের ঢেউ খেলে
আমি হারিয়ে যাই সবুজ ঘেরা মাঠের বুকে।
রাখালের বাঁশির সুর আমারে পাগল করে
মনে হয় সব ছেড়ে চলে যাই।
আমার মায়ের মতো সবুজ ঘেরা গাঁয়।
আমি ও মিশে যাবো
সবুজের বুকে।
তখন আমি সবুজ হয়ে
ঘুমিয়ে থাকবো আমার মায়ের বুকে।
মাটির ঘরে মাটির বিছানাতে।

শেয়ার করুনঃ

সর্বশেষ

বিজ্ঞাপন

আর্কাইভ

শনি রবি সোম মঙ্গল বুধ বৃহ শুক্র
 
১০
১১১২১৩১৪১৫১৬১৭
১৮১৯২০২১২২২৩২৪
২৫২৬২৭২৮২৯৩০৩১

All Rights Reserved ©2024