মালয়েশিয়ায় ভূমিধসে প্রাণ গেল বাংলাদেশি শ্রমিকের

মালয়েশিয়ার সেলাঙ্গর রাজ্যের ডেংকিলের সাইবারসাউথ এলাকায় একটি নির্মাণ প্রকল্পে ভূমিধসের ঘটনায় এক বাংলাদেশি শ্রমিকের মৃত্যু হয়েছে। এ ঘটনায় আরেক বাংলাদেশি শ্রমিক গুরুতর আহত হয়েছেন।

মঙ্গলবার (১৪ অক্টোবর) স্থানীয় সময় বিকেলে এ দুর্ঘটনা ঘটে। তবে নিহত বাংলাদেশি শ্রমিকের তাৎক্ষণিক পরিচয় জানা যায়নি।

সেলাঙ্গর ফায়ার অ্যান্ড রেসকিউ ডিপার্টমেন্টের অপারেশনস বিভাগের সহকারী পরিচালক আহমদ মুখলিস মুখতার এক বিবৃতিতে এ তথ্য জানিয়েছেন।

তিনি জানান, বিকেল ৪টা ১৯ মিনিটে দুর্ঘটনার খবর পেয়ে ডেংকিল ফায়ার অ্যান্ড রেসকিউ স্টেশন থেকে ছয়জন সদস্য ও কর্মকর্তা একটি উদ্ধারযান নিয়ে ঘটনাস্থলে পৌঁছান, যা স্টেশন থেকে প্রায় সাত কিলোমিটার দূরে ছিল। বিকেল ৪টা ২৭ মিনিটে উদ্ধারকারী দল ঘটনাস্থলে পৌঁছে দেখতে পায়, ভূমিধসে দুই শ্রমিক চাপা পড়ে আছেন।

মুখতার আরও জানান, একজন শ্রমিক কাজ করার সময় পুরোপুরি মাটির নিচে চাপা পড়ে মারা যান। অপর বাংলাদেশি শ্রমিকের হাত ভেঙে যায় এবং তাকে তাৎক্ষণিক উদ্ধার করে স্থানীয় হাসপাতালে পাঠানো হয়েছে।

স্থানীয় কর্তৃপক্ষ ঘটনাস্থলটি নিরাপত্তার জন্য সাময়িকভাবে বন্ধ করে দিয়েছে এবং দুর্ঘটনার কারণ অনুসন্ধানে তদন্ত শুরু করেছেন।

Tag :
WP2Social Auto Publish Powered By : XYZScripts.com

মালয়েশিয়ায় ভূমিধসে প্রাণ গেল বাংলাদেশি শ্রমিকের

আপডেট ০১:০০:৫২ পূর্বাহ্ণ, বুধবার, ১৫ অক্টোবর ২০২৫

মালয়েশিয়ার সেলাঙ্গর রাজ্যের ডেংকিলের সাইবারসাউথ এলাকায় একটি নির্মাণ প্রকল্পে ভূমিধসের ঘটনায় এক বাংলাদেশি শ্রমিকের মৃত্যু হয়েছে। এ ঘটনায় আরেক বাংলাদেশি শ্রমিক গুরুতর আহত হয়েছেন।

মঙ্গলবার (১৪ অক্টোবর) স্থানীয় সময় বিকেলে এ দুর্ঘটনা ঘটে। তবে নিহত বাংলাদেশি শ্রমিকের তাৎক্ষণিক পরিচয় জানা যায়নি।

সেলাঙ্গর ফায়ার অ্যান্ড রেসকিউ ডিপার্টমেন্টের অপারেশনস বিভাগের সহকারী পরিচালক আহমদ মুখলিস মুখতার এক বিবৃতিতে এ তথ্য জানিয়েছেন।

তিনি জানান, বিকেল ৪টা ১৯ মিনিটে দুর্ঘটনার খবর পেয়ে ডেংকিল ফায়ার অ্যান্ড রেসকিউ স্টেশন থেকে ছয়জন সদস্য ও কর্মকর্তা একটি উদ্ধারযান নিয়ে ঘটনাস্থলে পৌঁছান, যা স্টেশন থেকে প্রায় সাত কিলোমিটার দূরে ছিল। বিকেল ৪টা ২৭ মিনিটে উদ্ধারকারী দল ঘটনাস্থলে পৌঁছে দেখতে পায়, ভূমিধসে দুই শ্রমিক চাপা পড়ে আছেন।

মুখতার আরও জানান, একজন শ্রমিক কাজ করার সময় পুরোপুরি মাটির নিচে চাপা পড়ে মারা যান। অপর বাংলাদেশি শ্রমিকের হাত ভেঙে যায় এবং তাকে তাৎক্ষণিক উদ্ধার করে স্থানীয় হাসপাতালে পাঠানো হয়েছে।

স্থানীয় কর্তৃপক্ষ ঘটনাস্থলটি নিরাপত্তার জন্য সাময়িকভাবে বন্ধ করে দিয়েছে এবং দুর্ঘটনার কারণ অনুসন্ধানে তদন্ত শুরু করেছেন।