বুধবার, ২রা এপ্রিল, ২০২৫ খ্রিস্টাব্দ

মাহিয়া মাহি’র বার্ষিক আয় ৮ লাখ টাকা

এর আগে ৩ ডিসেম্বর তথ্যের অমিল থাকায় মাহিয়া মাহির মনোনয়নপত্র বাতিল করেন রিটার্নিং কর্মকর্তা শামীম আহমেদ।

অভিনেত্রী মাহিয়া মাহি’র বার্ষিক আয় আট লাখ ২৫ হাজার টাকা।

সম্প্রতি প্রার্থিতা ফিরে পাওয়ার পর তিনি এখন রাজশাহী-১ আসন থেকে স্বতন্ত্র প্রার্থী হিসেবে আসন্ন জাতীয় সংসদ নির্বাচনে প্রতিদ্বন্দ্বিতা করছেন।

নির্বাচন কমিশনে (ইসি) জমা দেওয়া হলফনামায় তিনি তার ব্যবসা থেকে প্রায় তিন লাখ টাকা, অভিনয় পেশা থেকে চার লাখ টাকা এবং অন্যান্য উৎস থেকে প্রায় এক লাখ টাকা বার্ষিক আয়ের কথা উল্লেখ করেছেন।

এছাড়া ১৮ লাখ ২০ হাজার ৫০০ টাকা ব্যাংকঋণ থাকার কথাও উল্লেখ করেছেন এ অভিনেত্রী।

এর আগে ৩ ডিসেম্বর তথ্যের অমিল থাকায় মাহিয়া মাহির মনোনয়নপত্র বাতিল করেন রিটার্নিং কর্মকর্তা শামীম আহমেদ।

তিনি রাজশাহী-১ ও চাঁপাইনবাবগঞ্জ-২ আসনে আওয়ামী লীগের মনোনয়নপত্র সংগ্রহ করেছিলেন।

তবে দলের চূড়ান্ত মনোনয়ন তালিকায় তার নাম ছিল না।

পরে তিনি রাজশাহী-১ আসন থেকে স্বতন্ত্র প্রার্থী হিসেবে নির্বাচন করার সিদ্ধান্ত নেন। তিনি তার আসল নাম শারমিন আক্তার নিপা ব্যবহার করে ফরম সংগ্রহ করেন।

রাজশাহী-১ আসনে মনোনয়ন পেয়েছেন বর্তমান সংসদ সদস্য ও জেলা আওয়ামী লীগের সাবেক সভাপতি ওমর ফারুক চৌধুরী। তিনি ২০০৮ সাল থেকে সংসদ সদস্য হিসেবে এ আসনটি ধরে রেখেছেন।

শেয়ার করুনঃ

সর্বশেষ

বিজ্ঞাপন

আর্কাইভ

শনি রবি সোম মঙ্গল বুধ বৃহ শুক্র
 
১০১১
১৩১৫১৬
১৯২০২১২২২৩২৪২৫
২৬২৭৩০