রবিবার, ২৮শে এপ্রিল, ২০২৪ খ্রিস্টাব্দ

মিশিগানের এলিম গোলাপগঞ্জ উপজেলার চেয়ারম্যান নির্বাচিত

মৃদুল কান্তি সরকারঃ আজ ১৫ই জুন সিলেটের গোলাপগঞ্জ উপজেলা পরিষদের উপ-নির্বাচনে চেয়ারম্যান পদে ৩৩হাজার ২১৩ ভোট বেশি পেয়ে বিজয়ী হয়েছেন আওয়ামী লীগের মনোনীত প্রার্থী মঞ্জুর কাদির শাফি এলিম। তিনি নৌকা প্রতীক নিয়ে ৪৯ হাজার ৯২০ ভোট পেয়েছেন। তার একমাত্র প্রতিদ্বন্দ্বী সাবেক ছাত্রলীগ নেতা ভিপি সফিক উদ্দিন ঘোড়া প্রতীকে ১৬ হাজার ৭০৭ ভোট পেয়েছেন।

বুধবার রাতে মঞ্জুর কাদির শাফি এলিমকে বেসরকারিভাবে নির্বাচিত ঘোষণা করেন সিলেটের সিনিয়র জেলা নির্বাচন কর্মকর্তা ও নির্বাচনের রিটার্নিং কর্মকর্তা মোহাম্মদ শুকুর মাহমুদ মিঞা।

মঞ্জুর শাফি চৌধুরী এলিম সিলেট জেলা আওয়ামী লীগের কার্যনির্বাহী সদস্য, গোলাপগঞ্জ উপজেলা আওয়ামী লীগের ত্রাণ কমিটির সদস্য, ৩নং ফুলবাড়ী ইউনিয়ন আওয়ামী লীগের সদস্যের দায়িত্ব পালন করছেন।

তিনি বাংলাদেশ স্কাউটস জাতীয় নির্বাহী কমিটির সদস্য, বাংলাদেশ স্কাউটস্ সিলেট অঞ্চলের সহ-সভাপতি, আতহারিয়া স্কুল অ্যান্ড কলেজ গোলাপগঞ্জের ম্যানেজিং কমিটির সভাপতি, বরায়া উত্তরভাগ মাদরাসা গোলাপগঞ্জের সভাপতি, মুহিবুর রহমান সরকারী প্রাথমিক বিদ্যালয় রফিপুর গোলাপগঞ্জের ম্যানেজিং কমিটির সভাপতি, বাংলাদেশ কিডনী ফাউন্ডেশনের সদস্য, বালাদেশ ডায়েবেটিক সমিতির সদস্য, বাংলাদেশ জাতীয় যক্ষা নিরোধ সমিতি (নাটাব) এর সদস্যের দায়িত্বে রয়েছেন।

দেশ বিদেশের ব্যবসায়ও তিনি একজন সফল মানুষ। তিনি কর্ণফুলী পাওয়ার লিমিটেডের চেয়ারম্যান, বারাকা সিকিউরিটিজ লিমিটেডের চেয়ারম্যান, বারাকা পতেঙ্গা পাওয়ার লিমিটেডের ব্যবস্থাপনা পরিচালক, নর্থ ইস্ট ইউনিভার্সিটি বাংলাদেশের ট্রাস্টিজ বোর্ডের সদস্য ও বাংলাদেশ ইনডিপেডেন্ট পাওয়ার প্রডিউসারস্এ্যা সোসিয়েশনের (বিপ্পা) পরিচালক হিসেবে দায়িত্ব পালন করছেন।

তিনি বিগত দিন বাংলাদেশ আমেরিকান বিজনেস এ্যাসোসিয়েশন মিশিগান (বাবাম) যুক্তরাষ্ট্রের (২০০৮ হইতে ২০১০) প্রতিষ্ঠাতা সেক্রেটারী, বাংলাদেশী আমেরিকান ডেমোক্রেটিক কোকাস, যুক্তরাষ্ট্রের (২০০৯ হইতে ২০১১) সভাপতির দায়িত্ব পালন করেছেন।

শেয়ার করুনঃ

সর্বশেষ

বিজ্ঞাপন

আর্কাইভ

শনি রবি সোম মঙ্গল বুধ বৃহ শুক্র
 
১০১১১২
১৩১৪১৫১৬১৭১৮১৯
২০২১২২২৩২৪২৫২৬
২৭২৮২৯৩০  

All Rights Reserved ©2024