
চলমান দুর্নীতির তদন্তের অংশ হিসাবে মিশিগান রাজ্যের ডেট্রয়েট সিটি হল এবং সিটি কাউন্সিলর সদস্য জেনে আয়ারস এবং স্কট বেনসনসহ বেশ কয়েকজন সিটি কাউন্সিলর সদস্যদের বাড়িতে তল্লাশি চালিয়েছে ফেডারেল ব্যুরো অব ইনভেস্টিগেশন (এফবিআই)।গত বুধবার এই তল্লাশি অভিযান চালানো হয়।এটি ফেডারেল দুর্নীতির তদন্তের অংশ।ডেট্রয়েটের দায়িত্বে থাকা এফবিআইয়ের বিশেষ এজেন্ট টিমোথি ওয়াটারস সিটি হলের বাইরে সাংবাদিকদের বলেন, ডেট্রয়েটের নাগরিকদের দুর্নীতিমুক্ত সিটি সরকারের অধিকার রয়েছে।আজ কারও বিরুদ্ধে অভিযোগ আনা হচ্ছে না।এই অভিযানের মূল বিষয় ছিল প্রমাণ সংগ্রহ করা। স্থানীয় সাংবাদিকদের তোলা অভিযানের ভিডিওতে এফবিআই এজেন্টদের বাক্স নিয়ে সিটি হল থেকে বেরিয়ে যেতেও দেখা গেছে।