বুধবার, ৮ই মে, ২০২৪ খ্রিস্টাব্দ

মিশিগানে অনুষ্ঠিত হতে যাচ্ছে ২২ তম নর্থ আমেরিকান বাংলাদেশি ফেস্টিভ্যাল ২০২৩

নিজস্ব ডেস্কঃ যুক্তরাষ্ট্র মিশিগানে আগামী শুক্র,শনি ও রোববার (২৮-৩০ জুলাই) থেকে ডেট্রয়েট সিটির বাংলা টাউনের জেইন ফিল্ডে অনুষ্ঠিত হতে যাচ্ছে ২২তম নর্থ আমেরিকান বাংলাদেশি ফেস্টিভ্যাল ২০২৩।

গত ২৩ জুলাই (রোববার) বিকালে হ্যামট্রামিক সিটির বাংলা টাউনে অনুষ্ঠিত এক প্রেস কনফারেন্সে আয়োজকরা জানান,

তিন দিনব্যাপী এই ফেস্টিভ্যাল প্রতিদিন দুপুর ১২ টা থেকে রাত ১১টা পর্যন্ত চলবে। মেলায় থাকবে রকমারি দোকানপাট।

সেসব দোকানে থাকবে বাংলাদেশী পণ্যের বাহার। শাড়ী, গহনা, খেলনা, ঘর সাজানোর জিনিষ, খাবারের দোকান, থাকবে আকর্ষণীয় রাফেল ড্র।

আয়োজকরা আরো জানান, ফেস্টিভ্যালে নগর বাউল জেমস এর লাইভ কনসার্টসহ থাকছেন বাংলাদেশের জনপ্রিয় কণ্ঠশিল্পী রিজিয়া পারভিন, প্রেমা রহমান, রিয়া রহমান, মেহজাবিন মোহা এবং স্থানীয় শিল্পীরা।

প্রেস কনফারেন্সে উপস্থিত ছিলেন,আকিকুল হক শামীম,খালেদ হোসেন,সৈয়দ রায়হান,বিপ্লব হোসেন, আরিফ আরমান জিসান, ফারজানা চৌধুরী পাপড়ি,

লিয়াকত আলী, হেলাল মিয়া, সায়েফ খান, মোশারফ আহমদ, নাসির সবুজ, সালেহ আহমদ বাদল, সাকের উদ্দিন সাদেক,এবং হিমেল হোসেনসহ আরো অনেকেই।

আয়োজকরা মিশিগানে অবস্থিত সকল প্রকার সামাজিক, সাংস্কৃতিক, রাজনৈতিক, বিভিন্ন টিভি এবং প্রিন্ট মিডিয়ার সাংবাদিক সহ দলমত নির্বিশেষে

কমিউনিটির সবাইকে ২২তম নর্থ আমেরিকান বাংলাদেশি ফেস্টিভ্যালে যোগদান করে সুন্দর ও সার্থক করতে অনুরোধ করেছেন।

শেয়ার করুনঃ

সর্বশেষ

বিজ্ঞাপন

আর্কাইভ

শনি রবি সোম মঙ্গল বুধ বৃহ শুক্র
 
১০
১১১২১৩১৪১৫১৬১৭
১৮১৯২০২১২২২৩২৪
২৫২৬২৭২৮২৯৩০৩১

All Rights Reserved ©2024