
মিশিগান প্রতিদিন ডেস্কঃ সিলেট সিটি কর্পোরেশন নির্বাচনে বাংলাদেশ আওয়ামী লীগ মনোনীত মেয়রপ্রার্থী আনোয়ারুজ্জামান চৌধুরীর সমর্থনে এবং মিশিগান স্টেট যুবলীগের যুগ্ন সাধারন সম্পাদক রুম্মান আহমদ চৌধুরী ইভানের স্বদেশ গমন উপলক্ষে মিশিগানে এক নির্বাচনী সভা অনুষ্ঠিত হয়েছে। মিশিগান স্টেট যুবলীগের আয়োজনে নির্বাচনী সভা গতকাল রবিবার (৪ জুন) সন্ধ্যায় হ্যামট্রামিক সিটির আল মদিনা রেস্টুরেন্টে অনুষ্ঠিত হয়।
মিশিগান স্টেট যুবলীগের সভাপতি মো: জাহেদ মাহমুদ আজিজ সুমনের সভাপতিত্বে ও যুগ্ন সাধারন সম্পাদক রুম্মান আহমদ চৌধুরী ইভানের পরিচালনায় প্রধান অতিথি হিসেবে বক্তব্য রাখেন মিশিগান মহানগর আওয়ামীলীগের সহ সভাপতি সালেহ আহমদ বাদল,আরো বক্তব্য রাখেন স্টেট যুবলীগের সহ সভাপতি মো: মুমিন হোসেন,সাংগঠনিক সম্পাদক সৈয়দ ইয়াহিয়া,দপ্তর সম্পাদক মুখুল খান,ক্রিয়া সম্পাদক রাজ রাহমান,স্বাস্থ্য ও পরিবেশ বিষয়ক সম্পাদক সেবুল আহমদ,সহ সম্পাদক এজে আনোয়ার,সানজিদ শুভ,কাজী নাঈম আহমদ,মো: মোন্না,আছিফুর সরদার,নাজিব চৌধুরী,মিশিগান স্টেট ছাত্রলীগের আহবায়ক খাজা আফজাল হোসেন,সদস্য ইমরান এইচ নাহিদ,হাসিন হাসনাত,আরিফ আরমান জিছান,রেজাউল হাসান,শুভন আহমদ,মিনহাজ চৌধুরী।সভায় প্রধান অতিথী বক্তব্যে বলেন জননেত্রী শেখ হাসিনার হাত কে শক্তিশালী করতে মিশিগান স্টেট যুবলীগ প্রবাস থেকে সব সময় যে কাজ করে তার বুহুসি প্রশংসা করেন এবং রুম্মান আহমদ চৌধুরী ইভানের স্বদেশ গমন সার্থক ও সফলতা কামনা করেন।সভার সমাপনি বক্তব্যে সভাপতি মো: জাহেদ মাহমুদ আজিজ সুমন বলেন, আমরা কথায় নয় কাজে বিশ্বাসী।দেশ,গনতন্ত্র এবং নেত্রীর জন্য আমরা আপোসহীন।বাংলাদেশে যতবার নৌকা প্রতিক জিতেছে ততবার দেশ উন্নয়নের ছোঁয়া পেয়েছে।বিগত দিনের ন্যায় আমরা মিশিগান স্টেট যুবলীগ দেশের কল্যানে একটি শক্তিশালী গাঠী হিসেবে কাজ করে যাবো।