
মিশিগান প্রতিদিন ডেস্কঃ বাংলাদেশ দূতাবাস ওয়াশিংটন ডিসির কাউন্সেলর আরিফা রহমান রুমা মিশিগান আগমন উপলক্ষে সংবর্ধনা ও সম্মাননা প্রদান করা হয়েছে। গত ২৭ মে (শনিবার) সন্ধ্যায় হেমট্রামিক সিটির আল মদিনা রেস্টুরেন্টের হল রুমে এই সংবর্ধনা ও সম্মাননা প্রদান করা হয়।
মিশিগান বাংলাদেশি কমিউনিটি নেতা জনাব নজরুল রহমান এর আয়োজনে, মোহাম্মদ আজমল হোসেনের সভাপতিত্বে ও এডভোকেট দীপক চৌধুরীর পরিচালনায় অনুষ্টানে উপস্হিত ছিলেন
মিশিগান স্টেট সিনেটর পল ওয়নো, ষ্টেট রিপ্রেজেন্টেটিভ লরি ষ্টোন, ফিটজেরাল্ড স্কুলবোর্ড অব ট্রাস্টি খাজা শাহাব আহমদ, আনোয়ার হোসেন কামাল, সেলিম আহমদ সহ মিশিগানের বিভিন্ন সামাজিক ও রাজনৈতিক নেতৃবৃন্দ।
এসময় আরিফা রহমান রুমাকে মিশিগানে বসবাসরত বাংলাদেশি কমিনিটির পক্ষ থেকে ফুল দিয়ে বরণ করা হয় এবং স্টেট সিনেটর পল ওয়নো ও ষ্টেট রিপ্রেজেন্টেটিভ লরি ষ্টোনের পক্ষ থেকে সম্মাননা সার্টিফিকেটটি প্রদান করা হয়।পরিশেষে মনমুগ্ধকর এক সাংস্কৃতিক অনুষ্টান এবং নৈশভোজের মাধ্যমে অনুষ্ঠানের সমাপ্তি হয়।