শনিবার, ১১ই মে, ২০২৪ খ্রিস্টাব্দ

মিশিগানে করোনার সংক্রমণ ঊর্ধ্বমুখী

যুক্তরাষ্ট্রের মিশিগান অঙ্গরাজ্যে করোনাভাইরাসের সংক্রমণের হার বেড়েছে।৮ সেপ্টেম্বর মিশিগান স্বাস্থ্য ও সমাজ সেবা বিভাগ জানিয়েছে, এদিন করোনার সংক্রমণে ৫১ জনের মৃত্যু হয়েছে।আর সংক্রমণ শনাক্ত হয়েছে ২ হাজার ৩৬৪ জনের।আট সপ্তাহ ধরে সংক্রমণের সংখ্যা ঊর্ধ্বমুখী হয়েছে।ডেলটার কারণে সংক্রমণ বাড়ছে এবং উদ্বেগও ছড়াচ্ছে।চলতি বছরের মার্চ থেকে ৮ সেপ্টেম্বর পর্যন্ত করোনা সংক্রমণ শনাক্ত হয়েছে মোট ৯৬৪৩১৭ জনের, মৃত্যু হয়েছে ২০৪৪৭ জনের।গত সপ্তাহে সংক্রমণ শনাক্ত হয়েছে ১৩৯৬২ জনের এবং ১৩৬ জনের মৃত্যু হয়েছে।এই সপ্তাহে এখন পর্যন্ত সংক্রমণ শনাক্ত হয়েছে ৮৬৭৭ জনের এবং ৮০ জনের মৃত্যু হয়েছে।গত বছরের ১৫-২১ নভেম্বর সাপ্তাহিক রেকর্ড গড়েছিল আক্রান্তে।তখন সংখ্যাটি ছিল ৫০ ৮৯২ জন।দ্বিতীয় সাপ্তাহিক আক্রান্তের রেকর্ড ছিল একই বছরের ২২-২৮ নভেম্বর, ৪৭৩১৬ জন।মিশিগান রাজ্যের গভর্নর গ্রেচেন হুইটমার ২২ জুন রাজ্যের অবশিষ্ট কোভিড -১৯ বিধিনিষেধ তুলে নিয়েছিলেন, এর আগে অভ্যন্তরীণ এবং বহিরাঙ্গনে জড়ো হওয়ার সীমাবদ্ধতাসহ আরও অনেক নিষেধাজ্ঞা তুলে নিয়েছিলেন।

শেয়ার করুনঃ

সর্বশেষ

বিজ্ঞাপন

আর্কাইভ

শনি রবি সোম মঙ্গল বুধ বৃহ শুক্র
 
১০
১১১২১৩১৪১৫১৬১৭
১৮১৯২০২১২২২৩২৪
২৫২৬২৭২৮২৯৩০৩১

All Rights Reserved ©2024