শনিবার, ৫ই অক্টোবর, ২০২৪ খ্রিস্টাব্দ

মিশিগানে নাচে গানে মুখরিত কাবাব হাউস উইন্টার মেলা

মিশিগান প্রতিদিন ডেস্কঃ মেলা মানেই আনন্দ। মেলা মানেই উৎসবের আমেজ। সেই আনন্দ ও উৎসবের আমেজে আরও খানিকটা রঙ ছড়িয়ে দিতে কাবাব হাউসের একদিনের এক উইন্টার মেলা নানা আয়োজনে গত শনিবার শেষ হয়েছে। দুপুরে মেলা শুরু হলেও বিকেল থেকে ক্রেতা-দর্শনার্থীর ভিড় বাড়তে দেখা যায়। মেলা ঘুরে দেখা গেছে, মেলায় দেশী শাড়ি, থ্রি-পিস ও জুয়েলারি ক্রেতাদের নজর কেড়েছে।

মেলায় অংশ নিয়েছেন ৬ জন দেশীয় পণ্যের নারী উদ্যোক্তা। মেলায় শুধু বেচাকেনাই নয়, নাচ-গানে মগ্ন ছিলেন দর্শণার্থীরা। অনুষ্ঠানে স্থানীয় শিল্পীরা গান ও নৃত্য পরিবেশন করেন।

গান পরিবেশন করেন সৈয়দ শাফি আহমেদ, পৃথা দেব এবং আমজাদ। কীবোর্ডে ছিলেন অভিষেক চৌধুরী, অক্টোপ্যাডে আকাশ চক্রবর্তী এবং গিটার শাওন বড়ুয়া।

নৃত্য পরিবেশন করেন মাহিকা সরকার, মৃত্তিকা সরকার, রাবেয়া বক্ত ঐশী এবং ফাহমিদা বক্ত নুহা। সাউন্ড সিস্টেম ছিলেন বাপ্পি ধর।

রাত ১১টায় মেলা শেষ হয়।মেলাটির সার্বিক তত্ত্বাবধানে ছিলেন মিশিগানের নারী উদ্যোক্তা, মিশিগান প্রতিদিনের সম্পাদক ফারজানা চৌধুরী পাপড়ি। মেলায় দুপুর থেকে রাত পর্যন্ত বাফেটে ছিল মজার মজার সব খাবার।

শেয়ার করুনঃ

সর্বশেষ

বিজ্ঞাপন

আর্কাইভ

শনি রবি সোম মঙ্গল বুধ বৃহ শুক্র
 
১০১১
১৩১৫১৬
১৯২০২১২২২৩২৪২৫
২৬২৭৩০৩১