
মিশিগান প্রতিদিন ডেস্কঃ যুক্তরাষ্ট্রের মিশিগান অঙ্গরাজ্যের হ্যামট্রাম্যাক শহরের প্রবেশ মুখে ডেট্রয়েট শহরের কনান্ট অ্যাভিনিউয়ে (বাংলাদেশ অ্যাভিনিউ) স্থাপিত বাংলা টাউন নামফলকে কে বা কারা রঙ স্প্রে করেছে।গত শনিবার (৫ নভেম্বর) বিকেলে বিষয়টি স্থানীয় প্রবাসীদের নজরে আসে।এতে বাংলাদেশিদের মধ্যে ব্যাপক ক্ষোভের সৃষ্টি হয়। ফেসবুকসহ বিভিন্ন সামাজিক যোগাযোগ মাধ্যমে প্রবাসীরা তাদের প্রতিক্রিয়া ব্যক্ত করে ঘটনার সাথে জড়িতদের শাস্তির দাবি জানান।
প্রবাসীরা এ ঘটনায় জড়িতদের খুঁজে বের করে দৃষ্টান্তমূলক শাস্তি দেওয়ার দাবি জানিয়েছেন প্রশাসনের কাছে। এর পর ডেট্রয়েট পুলিশ ঘটনাস্থল পরিদর্শন করে ঘটনার তদন্ত শুরু করেছে। হ্যামট্রামিক শহরে প্রবেশ করতে হাতের বামে বাংলাদেশের জাতীয় স্মৃতিসৌধ এবং আমেরিকা ও বাংলাদেশের জাতীয় পতাকা খচিত বাংলাটাউন এই ফলকটি রয়েছে।