
কামরুজ্জামান হেলাল, মিশিগানঃ গত রোববার মিশিগানের ওয়ারেন সিটির অ্যাথলেটিক ট্রেনিং কমপ্লেক্সে অনুষ্ঠিত হলো বার্ষিক ব্যাডমিন্টন প্রতিযোগিতা । এই টুর্নামেন্ট ২৪ টি দল ডাবলসে অংশ নেয় ৪টি গ্রুপে। সকাল ১১টা থেকে রাত ৯টা পর্যন্ত অনুষ্ঠিত হয় এই ব্যাডমিন্টন টুর্নামেন্ট।
প্রথম রাউন্ড শেষে প্রতি গ্রুপের ১ম ও ২য় স্থান অধিকারী দল ডিভিশন এ এবং ৩য় ও ৪র্থ স্থান অধিকারী দল ডিভিশন বি তে চ্যাম্পিয়নশীপের জন্য জায়গা করে নেয়। বিভাগ এ তে চ্যাম্পিয়ন হয়েছেন শিপন ও সাব্বির এবং রানার্সআপ অপু ও রিবু।
বিভাগ বি তে চ্যাম্পিয়ন হয়েছেন মনোয়ার ও আফজাল এবং রানার্সআপ হোন মাসুম ও খালেদ।
খেলা শেষে আয়োজকরা প্রাইজমানি এবং ট্রফি তুলে দেন বিজয়ীদের হাতে। এই সময় উপস্তিত ছিলেন মাসুম রিয়েল এস্টেট গ্রুপের প্রতিষ্ঠাতা মাসুম আহমেদ, তায়েফুর রহমান বাবু, সায়েল হুদা, হেলালুল ইসলাম, মাহফুজ চৌধুরী, আলাল, ফরহাদ , মনোয়ার হোসেনসহ আরো অনেকেই।
ব্যাডমিন্টন টুর্নামেন্ট নিয়ে মিশিগানে বসবাসরত বাংলাদেশিদের মাঝে ব্যাপক উৎসাহ-উদ্দীপনা দেখা দিয়েছে। ভবিষ্যতে আরও বড় পরিসরে এই টুর্নামেন্ট করা হবে বলে আয়োজকরা জানিয়েছেন।