মিশিগানে শুরু হচ্ছে ৩১৩ গোল্ডকাপ ফুটবল টুর্নামেন্ট

নিজস্ব প্রতিবেদক: মিশিগানে শুরু হচ্ছে প্রথম বার্ষিক ৩১৩ গোল্ডকাপ ফুটবল টুর্নামেন্ট। বাংলাদেশী ফুটবল এসোসিয়েশন অব মিশিগান (বিএফএএম)-র আয়োজনে আজ ৭ আগস্ট বিকাল ৫টায় ৫৪৬০ আরডেন এভিনিউ, ওয়ারেন কমিউনিটি সেন্টারে এই ফুটবল টুর্নামেন্ট শুরু হবে।

৭, ১৪, ২১ এবং ২৮ আগস্ট এই ৪দিন ৮টি দল দুইটি গ্রুপে ভাগ হয়ে খেলবে। খেলায় এ গ্রুপে অংশ নেবে ওয়ারেন এফসিবি, মিশিগান ইউনাইটেড এফসি, ব্লেজিং টাইগার এফসি, সিলেট ইউনাইটেড এফসি।

বি গ্রুপে খেলবে ইন্টার মিশিগান, ব্রাদার্স এফসি, ডেট্রয়েট এভেঞ্জার্স, ওয়ারেন এফসিএ। প্রতি দলের এন্ট্রি ফি ধরা হয়েছে ৩শ ডলার।

টুর্নামেন্টে চ্যাম্পিয়ন টিম পাবে ৩ হাজার ডলার এবং ট্রফি। রানার-আপ টিমের জন্য থাকছে দেড় হাজার ডলার পুরস্কার।

Tag :

মিশিগানে শুরু হচ্ছে ৩১৩ গোল্ডকাপ ফুটবল টুর্নামেন্ট

আপডেট ০৫:৫০:৫০ পূর্বাহ্ণ, রবিবার, ৭ আগস্ট ২০২২

নিজস্ব প্রতিবেদক: মিশিগানে শুরু হচ্ছে প্রথম বার্ষিক ৩১৩ গোল্ডকাপ ফুটবল টুর্নামেন্ট। বাংলাদেশী ফুটবল এসোসিয়েশন অব মিশিগান (বিএফএএম)-র আয়োজনে আজ ৭ আগস্ট বিকাল ৫টায় ৫৪৬০ আরডেন এভিনিউ, ওয়ারেন কমিউনিটি সেন্টারে এই ফুটবল টুর্নামেন্ট শুরু হবে।

৭, ১৪, ২১ এবং ২৮ আগস্ট এই ৪দিন ৮টি দল দুইটি গ্রুপে ভাগ হয়ে খেলবে। খেলায় এ গ্রুপে অংশ নেবে ওয়ারেন এফসিবি, মিশিগান ইউনাইটেড এফসি, ব্লেজিং টাইগার এফসি, সিলেট ইউনাইটেড এফসি।

বি গ্রুপে খেলবে ইন্টার মিশিগান, ব্রাদার্স এফসি, ডেট্রয়েট এভেঞ্জার্স, ওয়ারেন এফসিএ। প্রতি দলের এন্ট্রি ফি ধরা হয়েছে ৩শ ডলার।

টুর্নামেন্টে চ্যাম্পিয়ন টিম পাবে ৩ হাজার ডলার এবং ট্রফি। রানার-আপ টিমের জন্য থাকছে দেড় হাজার ডলার পুরস্কার।