মিশিগানে সড়ক দু*র্ঘট*নায় বাবা-ছেলে নি*হ*ত

যুক্তরাষ্ট্রের মিশিগানে সড়ক দুর্ঘটনায় মাহিদুল ইসলাম সুজন (৩৫) নামের এক যুবক ও তার বাবা নূর মিয়া (৬৫) নিহত হয়েছেন।ঘটনাস্থলেই মারা যান সুজন। আশঙ্কাজনক অবস্থায় নুর মিয়াকে হাসপাতালের জরুরি বিভাগে নিয়ে গেলে কর্তব্যরত চিকিৎসক মৃত ঘোষণা করেন। স্থানীয় সময় বৃহস্পতিবার (১০ অক্টোবর) দুপুরে ম্যাকনিকোলস এবং কনান্টের সংযোগস্থলে এই দুর্ঘটনা ঘটে। এ ঘটনায় অন্তত ৩ জন গুরুতর আহত হয়েছেন। তারা সকলেই হাসপাতালে চিকিৎসাধীন।

জানা গেছে, একটি সাদা এসইউভি গাড়িতে থাকা যাত্রীদের সন্দেহ হলে পুলিশ গাড়িটি ধাওয়া করে। পুলিশের ধাওয়া খেয়ে গাড়িটি দ্রুত পালিয়ে যাচ্ছিল। এ সময় মাহিদুল ইসলাম সুজন গ্রীন লাইট সিগন্যালের অপেক্ষায় ছিলেন। সন্দেহভাজন সাদা গাড়িটি সুজনের গাড়িকে ধাক্কা দেয়ার সাথে সাথে গাড়িটি দুমড়ে-মুচড়ে যায় ও পাশে থাকা আরও কয়েকটি গাড়ি ক্ষতিগ্রস্ত হয়। এতে ঘটনাস্থলেই মারা যান সুজন।এছাড়া আহত হন বেশ কয়েকজন। প্রায় ৪ বছর আগে মিশিগানে আসেন সুজন। এরপর গত ৪ সেপ্টেম্বর বৃদ্ধ বাবা নুর মিয়াকে ভিসিট ভিসায় নিজের কাছে নিয়ে আসেন। সুজনের গ্রামের বাড়ি সুনামগঞ্জের ছাতক উপজেলার বুরাইয়া গ্রামে। এদিকে এমন হৃদয় বিদারক খবর সর্বত্র ছড়িয়ে পড়লে বাংলাদেশি কমিউনিটিতে নেমে আসে শোকের ছায়া।

WP2Social Auto Publish Powered By : XYZScripts.com

মিশিগানে সড়ক দু*র্ঘট*নায় বাবা-ছেলে নি*হ*ত

আপডেট ০৯:৩০:৫৭ পূর্বাহ্ণ, শনিবার, ১২ অক্টোবর ২০২৪

যুক্তরাষ্ট্রের মিশিগানে সড়ক দুর্ঘটনায় মাহিদুল ইসলাম সুজন (৩৫) নামের এক যুবক ও তার বাবা নূর মিয়া (৬৫) নিহত হয়েছেন।ঘটনাস্থলেই মারা যান সুজন। আশঙ্কাজনক অবস্থায় নুর মিয়াকে হাসপাতালের জরুরি বিভাগে নিয়ে গেলে কর্তব্যরত চিকিৎসক মৃত ঘোষণা করেন। স্থানীয় সময় বৃহস্পতিবার (১০ অক্টোবর) দুপুরে ম্যাকনিকোলস এবং কনান্টের সংযোগস্থলে এই দুর্ঘটনা ঘটে। এ ঘটনায় অন্তত ৩ জন গুরুতর আহত হয়েছেন। তারা সকলেই হাসপাতালে চিকিৎসাধীন।

জানা গেছে, একটি সাদা এসইউভি গাড়িতে থাকা যাত্রীদের সন্দেহ হলে পুলিশ গাড়িটি ধাওয়া করে। পুলিশের ধাওয়া খেয়ে গাড়িটি দ্রুত পালিয়ে যাচ্ছিল। এ সময় মাহিদুল ইসলাম সুজন গ্রীন লাইট সিগন্যালের অপেক্ষায় ছিলেন। সন্দেহভাজন সাদা গাড়িটি সুজনের গাড়িকে ধাক্কা দেয়ার সাথে সাথে গাড়িটি দুমড়ে-মুচড়ে যায় ও পাশে থাকা আরও কয়েকটি গাড়ি ক্ষতিগ্রস্ত হয়। এতে ঘটনাস্থলেই মারা যান সুজন।এছাড়া আহত হন বেশ কয়েকজন। প্রায় ৪ বছর আগে মিশিগানে আসেন সুজন। এরপর গত ৪ সেপ্টেম্বর বৃদ্ধ বাবা নুর মিয়াকে ভিসিট ভিসায় নিজের কাছে নিয়ে আসেন। সুজনের গ্রামের বাড়ি সুনামগঞ্জের ছাতক উপজেলার বুরাইয়া গ্রামে। এদিকে এমন হৃদয় বিদারক খবর সর্বত্র ছড়িয়ে পড়লে বাংলাদেশি কমিউনিটিতে নেমে আসে শোকের ছায়া।