
নিজস্ব ডেস্কঃ আগামীকাল ২৩-২৪ এপ্রিল ২০২২, মিশিগানে দুইদিন ব্যাপী অনুষ্ঠিত হতে যাচ্ছে ওয়াসীম ঈদ মেলা। হ্যামট্রামিক শহরের কাবাব হাউজ রেস্টুরেন্টে ওয়াসীম ঈদ মেলার আয়োজন করা হয়েছে। দুপুর ১২টা থেকে রাত ১টা পর্যন্ত চলবে এই মেলা। মেলায় বিভিন্ন ধরণের ১৩টি স্টল অংশ নেবে । এসব ষ্টলে থাকবে বাহারি শাড়ি, ব্লাউজ, থ্রি-পিস, কসমেটিকস এ ইমিটেশনের গয়না। এছাড়াও মেলায় ইফতারির সুব্যবস্থা থাকবে।
মেলার আয়োজক মিশিগানের তরুণ উদীয়মান রিয়েলেটর ওয়াসিম-উর রহমান এবং সাহেদা সাকের জানান, প্রবাসী নারী উদ্যোক্তাদের পণ্যে ঈদের কেনাকাটা হবে আরও রঙিন, সেই লক্ষ্যেই এ মেলার আয়োজন করা হয়েছে। তাছাড়া ঈদ মেলার মূল লক্ষ্য হচ্ছে সবাই যেন একই ছাদের নিচ থেকে তাদের পছন্দের পোশাক ও বিশেষ করে নারীরা তাদের পোশাকসহ সাজসজ্জার সবকিছু কিনতে পারেন। সেই সাথে তারা আশা করেন এই ঈদ মেলায় কেনাকাটার পাশাপাশি সকলের মনে নির্মল আনন্দ ছড়াবে। মেলায় বাংলাদেশ, ইন্ডিয়া ও পাকিস্তানের পোশাক পাওয়া যাবে।দুইদিনের এই ঈদ মেলায় স্পন্সর হিসেবে রয়েছেন রিয়েলেটর ওয়াসিম-উর রহমান। মেলার কার্যক্রম সরাসরি সম্প্রচার করবে ভয়েস অব সিলেট।