বুধবার, ২রা এপ্রিল, ২০২৫ খ্রিস্টাব্দ

মিশিগানে ৮৬ জন শিক্ষার্থীকে অ্যাওয়ার্ড প্রদান

মিশিগান প্রতিদিন ডেস্কঃ যুক্তরাষ্ট্রের মিশিগানে প্রায় ৮৬ জন শিক্ষার্থীকে অ্যাওয়ার্ড দেওয়া হয়েছে। কৃতিত্বপূর্ণ ফলাফল অর্জন করায় মিশিগান ষ্টেটে বসবাসরত সিলেট জেলার বিয়ানীবাজার উপজেলার শিক্ষার্থীদের মধ্যে বিয়ানীবাজার সামাজিক ও সাংস্কৃতিক সমিতি মিশিগানের উদ্যোগে এই অ্যাওয়ার্ড প্রদান করা হয়।

গতকাল ৭ আগস্ট (রোববার) হ্যামট্রামিক শহরের গেইট অব কলম্বাস হলে এক অনাড়ম্ব অনুষ্ঠানে সমিতির সাধারণ সম্পাদক বাছির আহমদ, সহসভাপতি রুহুল আমিন এবং অন্যান্য সদস্যদের সহযোগিতায় প্রায় ৮৬ জন শিক্ষার্থীর হাতে অ্যাওয়ার্ড তুলে দেন সমিতির সভাপতি আজমল হোসেন।

সমিতির সভাপতি আজমল হোসেনের সভাপতিত্বে এবং সাধারণ সম্পাদক বাছির আহমদ এর সঞ্চালনায় অনুষ্ঠিত অ্যাওয়ার্ড বিতরণী অনুষ্ঠানে উপস্থিত ছিলেন, হ্যামট্রামিক সিটির কাউন্সিলম্যান নাঈম চৌধুরী, সাবেক কাউন্সিলম্যান আবু মুসা, ওয়েইন কাউন্টি কমিউনিটি কলেজের ট্রাষ্টি কামাল রহমান,

বিয়ানীবাজার সমিতির প্রাক্তন উপদেষ্টা আব্দুস শাকুর খান মাখন, বাংলা প্রেসক্লাব মিশিগানের সভাপতি ও বাংলাদেশ এসোসিয়েশন অব মিশিগানের প্রাক্তন সাধারণ সম্পাদক সৈয়দ শাহেদুল হক, এনটিভি প্রতিনিধি ও বাংলা প্রেসক্লাব মিশিগানের নির্বাহী সদস্য সেলিম আহমদ, জালালাবাদ সোসাইটির উপদেষ্টা মুজিব আহমদ মুনীর, আকবর আলী,

ইঞ্জিনিয়ার আহাদ আহমদ, হ্যামট্রামিক স্কুল বোর্ডের প্রাক্তন সদস্য আতাউর রহমান খাঁন, হবিগঞ্জ সমিতির উপদেষ্টা সৈয়দ মোহাম্মদ আলী রেজা সহ আরো অনেকেই।

শেয়ার করুনঃ

সর্বশেষ

বিজ্ঞাপন

আর্কাইভ

শনি রবি সোম মঙ্গল বুধ বৃহ শুক্র
 
১০১১
১৩১৫১৬
১৯২০২১২২২৩২৪২৫
২৬২৭৩০