রবিবার, ১৯শে মে, ২০২৪ খ্রিস্টাব্দ

মুক্তিযুদ্ধের সময়কার পরিত্যক্ত মর্টারশেল ধ্বংস করল সেনাবাহিনী

পঞ্চগড়ের তেঁতুলিয়ায় বাংলাবান্ধা স্থলবন্দর এলাকায় একটি পরিত্যক্ত মর্টারশেল নিষ্ক্রিয় করেছে সেনাবাহিনী।

বুধবার (২৭ ডিসেম্বর) দুপুর দেড়টার দিকে সেনাবাহিনীর রংপুর ৬৬ পদাতিক ডিভিশনের বিশেষজ্ঞ দল মর্টারশেলটি ধ্বংস করে।

এর আগে গত ২২ ডিসেম্বর মর্টারশেলটি উদ্ধার করে বিজিবি। ধারণা করা হচ্ছে, মর্টারশেলটি মুক্তিযুদ্ধের সময়কার।

বুধবার (২৭ ডিসেম্বর) সকালে ১৪ সদস্যবিশিষ্ট সেনাবাহিনীর একটি বােম ডিসপােজাল টিম ঘটনাস্থল পরিদর্শন করে। পরে স্থানীয় থানা পুলিশ ও বিজিবির সহযাগিতায় দুপুর ১টা ৩৫ মিনিটে একটি ফাঁকা জায়গায় সফলভাবে মর্টারশেলটি ধ্বংস করতে সক্ষম হয় তারা। এ সময় সেনাবাহিনীর ৬ ইঞ্জিনিয়ার ব্যাটালিয়নের ডিসপােজাল টিমের কমান্ডার ক্যাপ্টেন আছিব এবং এমােনিশন ব্যাটালিয়নের অফিসার ক্যাপ্টেন ফাত্তাহসহ বিজিবি ও থানা পুলিশর সদস্যরা উপস্থিত ছিলেন।

সেনাবাহিনী জানায়, মর্টারশেলটি ৫১ মিলিমিটার প্যাকেট বােম (ML 2″ HE TIPE)। তবে মর্টারশেলটিতে মরিচা ধরার কারণে তৈরির বিষয়ে কােনো তথ্য জানা যায়নি। নিষ্ক্রিয় করার সময় বিকট শব্দে বিস্ফোরিত হয় মর্টারশেলটি।

বিজিবির বাংলাবান্ধা বিওপির কমান্ডার শফিকুল ইসলাম জানান, গত ২২ ডিসেম্বর বাংলাবান্ধা স্থলবন্দর এলাকায় জয় ট্রেডার্স এর একটি পাথরের সাইটে মর্টারশেলটি নিয়ে একটি শিশু খেলা করছিল। এ সময় শেলটিকে দেখে স্থানীয়রা বিজিবিকে খবর দেয়। পরে তাদের একটি দল মর্টারশেলটি উদ্ধার করে । উদ্ধারের পর ঊর্ধ্বতন কর্তৃপক্ষকে জানালে তারা বােমাটি নিষ্ক্রিয় করতে উদ্যোগ গ্রহণ করেন।

শেয়ার করুনঃ

সর্বশেষ

বিজ্ঞাপন

আর্কাইভ

শনি রবি সোম মঙ্গল বুধ বৃহ শুক্র
 
১০
১১১২১৩১৪১৫১৬১৭
১৮১৯২০২১২২২৩২৪
২৫২৬২৭২৮২৯৩০৩১

All Rights Reserved ©2024