মঙ্গলবার, ২১শে মে, ২০২৪ খ্রিস্টাব্দ

মুম্বাই ছেড়ে চেন্নাইয়ে যাবেন রোহিত!

আইপিএলে সবথেকে বেশি শিরোপা জিতেছে চেন্নাই সুপার কিংস এবং মুম্বাই ইন্ডিয়ান্স। দুই দলের ঝুলিতেই আছে পাঁচটি করে শিরোপা। চেন্নাইকে যেমন পাঁচটি শিরোপাই জিতিয়েছেন মহেন্দ্র সিং ধোনি তেমনি মুম্বাইয়ের সবকটি শিরোপাই এসেছে রোহিত শর্মার অধীনে।

 

তবে নিজেদের ইতিহাসের সফল এই অধিনায়ককেই আর এবার দায়িত্বে রাখেনি মুম্বাই। তাঁকে সরিয়ে নেতৃত্বের ভার দেয়া হয়েছে হার্দিক পান্ডিয়াকে। অবশ্য রোহিতকে অধিনায়কত্ব থেকে বাদ দেয়াটা সহজ ভাবে নেয়নি মুম্বাইয়ের সমর্থকরা। প্রায় প্রতি ম্যাচেই দর্শকদের দুয়ো শুনতে হচ্ছে পান্ডিয়াকে।এদিকে এসবের মাঝেই বেশ কয়েকবার চাউর হয়েছে মুম্বাই ছেড়ে রোহিতের চেন্নাইয়ে পাড়ি জমানোর খবর। তবে এসবই এখনো গুঞ্জণ। সেই গুঞ্জণে ঘি ঢেলেছেন সাবেক ইংলিশ ক্রিকেটার মাইকেল ভন। তিনি জানিয়েছেন আইপিএলের আসছে আসরে রোহিতকে চেন্নাইয়ে দেখছেন তিনি।

 

বিয়ারবাইসেপ নামে এক পডকাস্টে এ বিষয়ে ভন বলেন, ‘সে কি চেন্নাইয়ে যাবে? ধোনির জায়গাটা সে নিবে? এই বছর গায়কোয়ার করছে এবং হয়তো এটা আগামী বছর রোহিত নেওয়ার আগ পর্যন্ত কাজ চালানোর জন্য। আমি ওকে চেন্নাইয়েই (আগামী বছর) দেখি।’

 

এদিকে তাঁকে সরিয়ে পান্ডিয়াকে অধিনায়ক করা মুম্বাইয়ের যোগাযোগের ঘাটতি বলেই উল্লেখ করেছেন ভন। তিনি বলেন, ‘ওকে(পান্ডিয়া) মুম্বাইয়ের অধিনায়ক হওয়ার প্রস্তাব দেওয়া হয়েছে। কে এই প্রস্তাবে না বলবে? ভারতের প্রত্যেকটা ক্রিকেটার যে স্বপ্ন দেখে, সে প্রস্তাব দেওয়া হয়েছে ওকে। আমার ধারণা, ওরা ব্যাপারটা ঠিকভাবে বলতে পারেনি। আমি ব্যক্তিগতভাবে রোহিতকেই অধিনায়ক রেখে দিতাম। সবচেয়ে ভালো হতো যদি আগামী বছর বা দুই বছরের জন্য হার্দিকের কথা মাথায় রেখে রোহিতকেই অধিনায়ক রেখে দিত তারা।’

শেয়ার করুনঃ

সর্বশেষ

বিজ্ঞাপন

আর্কাইভ

শনি রবি সোম মঙ্গল বুধ বৃহ শুক্র
 
১০
১১১২১৩১৪১৫১৬১৭
১৮১৯২০২১২২২৩২৪
২৫২৬২৭২৮২৯৩০৩১

All Rights Reserved ©2024