শুক্রবার, ৯ই মে, ২০২৫ খ্রিস্টাব্দ

মুসলিম শিক্ষার্থীকে সন্ত্রাসী বলে অভিহিত করার অভিযোগ প্রমাণিত

২০২৩ সালের নভেম্বর মাসে মিশিগানের অ্যান আরবার সিটির ট্যাপন মিডল স্কুলের একজন স্কুল কাউন্সেলর কর্তৃক এক মুসলিম ছাত্রকে ’সন্ত্রাসী’ বলে অভিহিত করেছেন বলে ফেডারেল তদন্তকারীরা তদন্তে প্রমাণ পেয়েছেন। অভিযোগ অনুযায়ী, ১৪ নভেম্বর ২০২৩, ট্যাপান মিডল স্কুলের অষ্টম শ্রেণির এক মুসলিম শিক্ষার্থী পানি খাওয়ার অনুমতি চাইলে ষষ্ঠ শ্রেণির কাউন্সেলর তাকে বলেন, ‘আমি সন্ত্রাসীদের সঙ্গে আলোচনা করি না।’ শিক্ষার্থীটি তাৎক্ষণিকভাবে ঘটনাটি জানানোর পরেও কাউন্সেলর ক্ষমা চাননি এবং আরো কয়েকজন কাউন্সিলরের সামনে একই মন্তব্য করেছেন বলে অভিযোগ করা হয়েছে। কাউন্সিল অফ আমেরিকান-ইসলামিক রিলেশন্স (কেয়ার-মিশিগান) গত ডিসেম্বরে মার্কিন শিক্ষা বিভাগের সিভিল রাইটস অফিসে ট্যাপন মিডল স্কুলের কাউন্সিলরের বিরুদ্ধে মুসলিম শিক্ষার্থীকে ‘সন্ত্রাসী’ বলার অভিযোগে একটি মামলা দায়ের করেছিল। তদন্তের পরে, অফিস অব সিভিল রাইটস জানায় যে, স্কুল ডিস্ট্রিক্ট ছাত্রদের নাগরিক অধিকার অভিযোগ পরিচালনার ক্ষেত্রে টাইটেল সিক্সথ নিয়মাবলির সঙ্গে সামঞ্জস্যপূর্ণ নয়।

শিক্ষার্থীর পরিবারের পক্ষ থেকে আইনজীবী অ্যামি ভি. দুকুরে বলেন, ঘটনার পর শিক্ষার্থীর পরিবার স্কুল এবং শিক্ষা বোর্ডে অভিযোগ করেছিল। অভিযোগ করার পর স্কুল এবং শিক্ষা বোর্ডের পক্ষ থেকে বলা হয়েছিল, এটি একটি কর্মসংস্থান সমস্যা এবং মামলাটি বন্ধ করা হয়েছে। এতে পরিবারটি হতাশ হয়ে পড়ে এবং শিক্ষার্থীটি স্কুলে যেতে স্বাচ্ছন্দ্যবোধ করেনি। স্কুল বছরের সময় পরিস্থিতি আরো খারাপ হয় এবং শিক্ষার্থীটি অনুভব করে যে তাকে অভিযোগের কারণে প্রতিশোধমূলক আচরণের শিকার হতে হয়েছে বা তাকে স্কুল আলাদা করে রাখা হয়েছে। আইনজীবী দুকুরে আরো বলেন, এটি উল্লেখযোগ্য যে, স্কুল ডিস্ট্রিক্ট এখন যা করতে বাধ্য হয়েছে, তা হলো শুরু থেকেই যা করা উচিত ছিল, অর্থাৎ নিশ্চিত করা যে শিশুটি স্কুলে যথাযথ কাউান্সলিংয়ের মাধ্যমে সহায়তা পায়।

তদন্তের পর স্কুল ডিস্ট্রিক্ট ওমার্কিন শিক্ষা বিভাগের সিভিল রাইটস অফিস একটি সমাধান চুক্তি সাক্ষর করে। সমাধান চুক্তির অংশ হিসাবে মার্কিন শিক্ষা বিভাগের সিভিল রাইটস অফিস অ্যান আরবার সিটি স্কুল ডিস্ট্রিক্টকে তাদের স্কুলগুলোতে যে কোনো জাতিগতভাবে শত্রুতামূলক পরিবেশ চিহ্নিত করার জন্য একটি পরিবেশ মূল্যায়ন পরিচালনা করতে আদেশ দিয়েছে। স্কুল কর্তৃপক্ষ জানায়, ‘আমরা সকল প্রকার বর্ণবাদ, ঘৃণা, বৈষম্য এবং পক্ষপাতিত্বের বিরুদ্ধে দাঁড়াই এবং ভবিষ্যতে তা করব। আমাদের স্কুল সম্প্রদায়ের কোনো ক্ষতি হয় বা হবে তা জানার সঙ্গে সঙ্গে আমরা সর্বদা এ বিষয়গুলো গুরুত্ব সহকারে গ্রহণ করবো। আমরা এগুলো উপেক্ষা করি না। আমরা এগুলো অস্বীকার করি না এবং আমরা দোষীদের জবাবদিহিতা নিশ্চিত করতে ব্যর্থ না হই। স্কুল কর্তৃপক্ষ আরো জানায়, যখন ঘটনা ঘটে এবং সেগুলো ঘটে কারণ আমাদের স্কুলগুলো আমাদের চারপাশের বিশ্ব এবং সম্প্রদায়ের একটি ক্ষুদ্র সংস্করণ, তখন কিছু বিবরণ থাকে যা আমরা মন্তব্য করতে পারি না। মার্কিন শিক্ষা বিভাগে একটি অভিযোগ দায়ের করা হয়েছিল যখন নাগরিক অধিকার নিয়মাবলির লঙ্ঘন নিশ্চিত করেছে। আমরা শিক্ষার্থী এবং তাদের পরিবারের পাশে থাকবো। কারণ জেলা জাতিগত শত্রুতার প্রতিরোধ এবং জবাবদিহিতা নিশ্চিত করার জন্য ব্যবস্থা গ্রহণ করছে। সেই একই স্কুল কাউন্সিলর এখনো ট্যাপন মিডল স্কুলে কাজ করছেন কি না তা জানা যায়নি। স্কুল ডিস্ট্রিক্টের একজন কর্মকর্তা জানিয়েছেন, তারা জেলার কর্মীদের কর্মসংস্থানের অবস্থান সম্পর্কে মন্তব্য করেন না।

শেয়ার করুনঃ

সর্বশেষ

বিজ্ঞাপন

আর্কাইভ

শনি রবি সোম মঙ্গল বুধ বৃহ শুক্র
 
১০১১১৩১৫১৬
১৯২০২১২২২৩
২৪২৫২৬২৭৩০
৩১