
কবিঃ সাগর আহমেদ
মোদের গরব মোদের আশা,
বাঙালির একান্ত নিজস্ব বাঙলা ভাষা ।
এ ভাষাতেই, বঙ্গবন্ধু
দিয়েছিলেন ৭ই মার্চের ভাষণ,
ঝেঁটিয়ে বিদায় করেছিলেন
অগনতন্ত্র ও সামরিক অপশাসন ।
এভাষাতেই মমতা দিদি
জয়বাংলা বলে,
বন্চনা আর ধর্মান্ধতার বিরুদ্ধে
লড়াই করে চলে ।
এ ভাষাতেই হুমায়ূন গড়লেন
গদ্যের বিশ্ব মানের ধারা,
এ ভাষাতেই সৈয়দ হকের
নূরুলদিনের সারা।
এ ভাষাতেই সুনীল গঙ্গোপাধ্যায়
কেউ কথা রাখেনি বলে,
নতুনতর কাব্যধারা
সৃজন করে চলে ।
এ ভাষাতেই সালাম, জব্বার
বরকতেরা যত,
আপন খুনে পথ রাঙ্গালো
বাংলা সমুন্নত ।
এ ভাষাতেই তোমার আমার
ভালোবাসার কথা,
বুকের রুধির ঢেলে দিয়েও
রাখবো স্বাধীনতা ।