বুধবার, ২রা এপ্রিল, ২০২৫ খ্রিস্টাব্দ

ম্যানহাটানে এক বিলিয়ন ডলারের নকল পণ্য জব্দ

ম্যানহাটনের একটি গোডাউনে অভিযান চালিয়ে অবাক হয়ে গেছেন কর্মকর্তারা। নকল হাতব্যাগ, জুতা, পোশাক আর নানা খুচরা সামগ্রীতে ঠাসা জায়গাটি। কিন্তু সবই নকল। যুক্তরাষ্ট্রের ইতিহাসে নকল পণ্য আটকের এত  বড় ঘটনা আগে কখনো ঘটেনি। এসব পণ্যের দাম ১.০৩ বিলিয়ন ডলার! গোথাম মিনি স্টোরেজ থেকে প্রায় ২১৯,০০০টি নকল পণ্য উদ্ধার করেছে হোমল্যান্ড সিকিউরিটি ইনভেস্টিগেশন এবং এনওয়াইপিডি।

এ ঘটনায় দুজনকে গ্রেফতারও করা হয়েছে। তারা হলেন আমা সো, ৩৮; এবং আবদুলাই জোলোহ, ৪৮। কুইন্সের সো এবং ম্যানহাটানের জোলোহর বিরুদ্ধে নকল পণ্য পাচারের অভিযোগ আনা হয়েছে। দোষী সাব্যস্ত হলে তাদের সর্বোচ্চ ১০ বছর কারাদ- হতে পারে।

ধারণা করা হচ্ছে, এখান থেকেই বিভিন্ন স্থানে নকল পণ্য সরবরাহ করা হতো।

ইউএস অ্যাটর্নি ড্যামিয়ান উইলিয়ামস এক বিবৃতিতে বলেছেন, আটক পণ্যসম্ভারের খুচরা মূল্য এক বিলিয়ন ডলারের বেশি। যুক্তরাষ্ট্রের ইতিহাসে এটিই বৃহত্তর নকল পণ্য আটক।

ইউএস অ্যাটর্নির অফিস থেকে প্রকাশিত ছবিতে দেখা যায়, নানা রং ও ডিজাইনের হাজার হাজার হ্যান্ডব্যাগ সাজানো রয়েছে। সবগুলোই দেখতে দারুণ।

একটি কক্ষের পাইপে বেশ কিছু পোশাক ঝুলতে দেখা যায়। আরেকটি ছবিতে অসংখ্য বাক্স সাজিয়ে রাখা হয়েছে।

নকল পণ্যের বিরুদ্ধে সর্বাত্মক অভিযানের প্রয়োজীয়তার কথা গুরুত্ব দিয়ে বলেছেন হোমল্যান্ড সিকিউরিটির ইভান জে. আরভেলো।

তিনি বলেন, এটা বড় ধরনের অপরাধ।

তিনি বলেন, এগুলো বৈধ ব্যবসা, সরকার এবং ক্রেতাদের ক্ষতি করে। ফলে এটাকে নির্দোষ অপরাধ বিবেচনা করার কোনো সুযোগ নেই।

শেয়ার করুনঃ

সর্বশেষ

বিজ্ঞাপন

আর্কাইভ

শনি রবি সোম মঙ্গল বুধ বৃহ শুক্র
 
১০১১
১৩১৫১৬
১৯২০২১২২২৩২৪২৫
২৬২৭৩০