মঙ্গলবার, ১৬ই ডিসেম্বর, ২০২৫ খ্রিস্টাব্দ

যখন একা

কবিঃ আবদুস শুকুর আলী মল্লিক

যখন একা—
উদ্ভট চিন্তাগুলো
মাথার মধ্যে কিলবিল করে।

যখন একা—
যন্ত্রণা বাড়তেই থাকে
সিদ্ধান্ত নিতে কষ্ট হয়।

যখন একা—
পথের মাঝে চেনা পথও
পথের মাঝেই হারিয়ে যায়।

যখন একা—
সঙ্গী বিহীন একাকিত্বের জীবন
বড় অসহায়।
যার নাই সেই বুঝে।

শেয়ার করুনঃ