
কবিঃ এস এম শহীদুল্লাহ
পলকে পলকে তোমায় খুঁজি,
হৃদয়ে ছবি আকি,
এই মনের অন্তরালে আজ,
শুধু তোমাকে দেখি।
এই মনের মনিকোঠায় আজ,
শুধু তোমারি ঠাঁই,
তুমি বীনে জগত মাঝে,
ভাবার কিছু নাই।
তোমাকে যে আপন জানি,
তোমাকে আপন মানি,
তুমি সুখের স্বর্গীয় প্রহসন,
তোমাকে খুঁজি সারাক্ষণ।
বেদনা ভরা যে সময়,
দুঃখ কষ্টের সারি,
সে সময়ে শুধুই প্রিয়তমা,
ফিরি তোমার বাড়ি।
ভালোবাসার তুমি অন্তর্যামি,
মনের মন মাধুরী,
তোমার বিলাপে আলাপ ধরি,
বাই সুখের তরী।
তুমি শান্তির অবকাঠামো,
সুখের সিক্ত পরশ,
তোমার ছোঁয়ায় ধন্য হই,
শূণ্যতা পরিত্যাগ হয়।
শুণ্যতায় যখন তোমাকে পাই,
সব কিছু ভুলে যাই,
শুধু তোমাকেই আমি ভাবি,
শুধু তোমাকেই বুঝি।