শুক্রবার, ৩রা মে, ২০২৪ খ্রিস্টাব্দ

যা করলে চিনিতে ধরবে না পিঁপড়া

বাড়িতে চিনির জিনিস রাখাই যেন সর্বনাশ। যেখানেই রাখা হোক না কেন পিঁপড়া ধরে যায়। এই সমস্যার উপায় হিসেবে অনেকেই পলিথিনের প্যাকেটে মুড়ে মিষ্টি খাবার কোনো শক্ত ঢাকনাওয়ালা পাত্রে রাখেন। কেউ আবার পাত্রটি ফ্রিজে রেখে দেন। তবে অনেকেই হয়তো জানেন না ঘরোয়া এমন কিছু সহজ উপায় আছে, যা কাজে লাগিয়ে চিনির পাত্র ঘরের যেকোনো জায়গায় রাখা যাবে। ধরবে না পিঁপড়া।

চলুন তাহলে জেনে নেওয়া যাক গুরুত্বপূর্ণ সে পদ্ধতিগুলো…

লেবুর খোসা
চিনি বা খাবারের গন্ধ যেমন পিঁপড়াকে আকৃষ্ঠ করে, তেমনই কিছু গন্ধ এমনও রয়েছে যেগুলো এ প্রাণী মোটেই সহ্য করতে পারে না। যেমন, লেবুর খোসা। এক টুকরা লেবুর খোসা চিনির পাত্রে রেখে দিন। ২-৩ দিন পর পর সেটি বদলে ফেলুন। এতে চিনির পাত্রের ধারে-কাছেও আসবে না পিঁপড়ার দল।

তেজপাতা
চিনির পাত্রে একটি তেজপাতা রেখে দিন। ৪-৫ দিন পর পর সেটি বদলে ফেলুন। তেজপাতার গন্ধে পিঁপড়া চিনির পাত্রের ধারে-কাছেও আসবে না।

দারুচিনি
দারুচিনির গন্ধ পিঁপড়া মোটেই সহ্য করতে পারে না। তাই মাঝারি মাপের দু-একটা দারুচিনির টুকরো চিনির পাত্রে রেখে দিন। দারুচিনির গন্ধে চিনির পাত্রের ধারে-কাছেও আসবে না পিঁপড়ার দল।

লবঙ্গ
চিনির পাত্রে একটি বা দুটি লবঙ্গ রেখে দিন। ৪-৫ দিন পর পর সেটি বদলে ফেলুন। লবঙ্গর গন্ধে পিঁপড়া চিনির পাত্রে ধরবে না।

শেয়ার করুনঃ

সর্বশেষ

বিজ্ঞাপন

আর্কাইভ

শনি রবি সোম মঙ্গল বুধ বৃহ শুক্র
 
১০
১১১২১৩১৪১৫১৬১৭
১৮১৯২০২১২২২৩২৪
২৫২৬২৭২৮২৯৩০৩১

All Rights Reserved ©2024