বিশ্বে করোনাভাইরাস মহামারিতে ক্ষতিগ্রস্ত দেশের মধ্যে যুক্তরাষ্ট্র।ভয়াবহ ধাক্কা কিছুটা সামলে স্কুল খুলে দেওয়ার পর নতুন চ্যালেঞ্জের মুখোমুখি হয়েছে বিশ্বের প্রভাবশালী এই দেশটি।স্কুল খুলে দেওয়ার পর সেখানকার শিশুরা ব্যাপক হারে করোনাভাইরাসে সংক্রমিত হচ্ছে।গত তিন সপ্তাহের ব্যবধানে দেশটিতে ৫ লাখের বেশি শিশু করোনায় আক্রান্ত হয়েছে।এসব আক্রান্তদের বয়স ১১ অথবা তার চেয়ে কম।দেশটিতে ১২ বছরের নিচের শিশুদের টিকা দেওয়া হয়নি।স্কুল খোলার পর সংক্রমণের এ ঊর্ধ্বগতি লক্ষ করা গেছে।খবর পিপল ডট কম।খবরে বলা হয়, ৫ আগস্ট থেকে ২৬ আগস্ট পর্যন্ত এ তথ্য সংগ্রহ করা হয়েছে স্বাস্থ্য অধিদপ্তর থেকে।এ সময়ের মধ্যে যুক্তরাষ্ট্রব্যাপী সর্বমোট ৫০৫, ৫৬৪ জন শিশুর শরীরে করোনা শনাক্ত হয়।এর মধ্যে শুধু ১৯ থেকে ২৬ আগস্টের সপ্তাহে অন্তত ২ লাখ ৩ হাজার ৯৬২ শিশুর শরীরে শনাক্ত হয়েছে।জুনে শিশু-সংক্রমণ ছিল সপ্তাহে সাড়ে ৮ হাজারের মতো।দুই মাসে সংক্রমণ বেড়েছে ২৫ গুণ।সম্প্রতি যুক্তরাষ্ট্রে অনেক রাজ্যে স্কুল খুলে দেওয়া হয়েছে।সরকারের এ সিদ্ধান্তে উদ্বেগ প্রকাশ করেছেন বিশেষজ্ঞরা।স্কুলে আবারও মাস্ক পরার বিধান আরোপ করা হয়েছে।বিশেষজ্ঞদের মতে, যেসব শিশু টিকা পায়নি তারাই বেশি করোনায় সংক্রমিত হচ্ছে।যাদের জন্য টিকা নেওয়ার অনুমোদন আছে, অপ্রাপ্তবয়স্কদের সেই অংশের মধ্যেও টিকা নেওয়ায় অনীহা রয়েছে।যুক্তরাষ্ট্রে কিশোর-কিশোরীদের টিকা নেওয়ার হারও বেশ কম।’ এদিকে নিউইয়র্কের গভর্নর ক্যাথি হোচুল জানিয়েছেন, এখনো যেসব শিক্ষার্থী টিকা পায়নি, প্রতি সপ্তাহে তাদের কোভিড পরীক্ষা করাতে হবে। বদ্ধ জায়গায় মাস্ক পরাসহ অন্যান্য স্বাস্থ্যবিধিও মেনে চলতে হবে।’