
পরিবারের সাথে ভারতীয় রয় থমাস।
ছবি: সংগৃহীত
পরিবারের ভরণপোষনের জন্য যুক্তরাষ্ট্রে পাড়ি জমিয়েছিলেন এক ভারতীয়।এরপর দীর্ঘ ১৮ বছর পর স্ত্রীর সঙ্গে মিলিত হওয়ার সুযোগ পান।তবে তার স্ত্রীর সাথে পুনরায় মিলিত হওয়ার মাত্র কয়েক সপ্তাহ পরে মঙ্গলবার দু:খজনকভাবে একটি দুর্ঘটনায় তার মৃত্যু হয়েছে।এএসেক্স কাউন্টি প্রসিকিউটর কার্যালয় এক সংবাদ বিজ্ঞপ্তিতে নিশ্চিত করেছে যে রয় থমাস নামের ওই ব্যক্তি এই সপ্তাহে নিউ জার্সির নেওয়ার্কে একটি দুর্ঘটনায় নিহত হয়েছেন।খবর পিপল ডট কমের।কর্তৃপক্ষ জানিয়েছে, ৫৫ বছর বয়সী লোকটি একটি বক্স ট্রাক “উচ্চ গতিতে” চালাচ্ছিলেন।এরপর তিনি একটি ট্রাক্টর-ট্রেলারের পিছনে ধাক্কা দেন।প্রেস বিজ্ঞপ্তিতে বলা হয়, স্থানীয় সময় ভোর ৩টার পর থমাসকে ঘটনাস্থলে মৃত ঘোষণা করা হয়।তাদের পারিবারিক বন্ধু রীনা মাথেন জানিয়েছেন, দীর্ঘ ১৮ বছর পর মাত্র দুই সপ্তাহ আগে তিনি তার স্ত্রীর সঙ্গে পুনর্মিলনের সুযোগ পান।ম্যাথেন জানান, ২০০৩ তিন সন্তানসহ পরিবারের ভাল ভবিষ্যতের জন্য তাদেরকে ভারতে রেখে তিনি যুক্তরাষ্ট্রে পাড়ি দিয়েছিলেন।তিনি পরিবারকে নিয়ে একসাথে থাকার স্বপ্ন পূরণের জন্য দিনরাত পরিশ্রম করেছিলেন।১৮ বছরের পরিশ্রম ও চেষ্টার পর তিনি তার স্ত্রীকে নিজের কাছে আনতে সক্ষম হন। এছাড়া সন্তানদের তিনি স্টুডেন্ট ভিসায় যুক্তরাষ্ট্রে আনতে সক্ষম হন। তিনি শেষ পর্যন্ত খুশি ছিলেন যে, পরিবারের সবাইকে নিয়ে তিনি আবার একসঙ্গে বাস করতে পারবেন।তারা এরই মধ্যে বাড়ি খোঁজা শুরু করেছিলেন।ম্যাথেন বলেন, ‘যুক্তরাষ্ট্রে তার পরিবারের সাথে বসবাস এবং একসঙ্গে থাকার স্বপ্ন শেষ হয়ে গেছে’। পরিবার ও তার সন্তানদের রক্ষা করার জন্য তিনি তহবিল গঠন করছেন ম্যাথেন।শুক্রবার বিকেল পর্যন্ত সেখানে ৯২ হাজার ডলার জমা পড়েছে।