বুধবার, ১৪ই মে, ২০২৫ খ্রিস্টাব্দ

যুক্তরাষ্ট্র-সৌদি আরবের ৬০০ বিলিয়ন ডলারের চুক্তি

সৌদি যুবরাজ মোহাম্মদ বিন সালমান বলেছেন, যুক্তরাষ্ট্রের সঙ্গে সৌদি আরবের আজ ৬০০ বিলিয়ন ডলারের চুক্তি স্বাক্ষর হয়েছে, যা আগামী কয়েক মাসে এক ট্রিলিয়ন ডলারে উন্নীত হতে পারে বলে জানিয়েছেন তিনি।

সৌদির রাজধানী রিয়াদে ডোনাল্ড ট্রাম্পের উপস্থিতিতে এক অনুষ্ঠানে তিনি বলেছেন, যুক্তরাষ্ট্রের সাথে তার দেশের ‘গভীর অর্থনৈতিক সম্পর্ক’ রয়েছে এবং সেই অংশীদারিত্ব আরও গভীর করতেই আজ তারা বৈঠক করেছেন।তিনি বলেন, ‘যৌথ বিনিয়োগ আমাদের অর্থনৈতিক সম্পর্কের গুরুত্বপূর্ণ পিলার।’

তিনি বলেছেন যে, তাদের যৌথ তৎপরতা শুধু অর্থনীতিতে সীমাবদ্ধ থাকবে না বরং এটি সম্প্রসারিত হবে বৈশ্বিক ও আঞ্চলিক নিরাপত্তা, স্থিতিশীলতা ও শান্তির জন্য।

অন্যদিকে ডোনাল্ড ট্রাম্প সৌদি আরবকে একটি ‘মহান জায়গা’ ও দেশটির মানুষকে ‘মহান মানুষ’ আখ্যায়িত করেন ও মোহাম্মেদ বিন সালমানকে একজন ‘অসাধারণ মানুষ’ হিসেবে বর্ণনা করেন।

তার বক্তৃতায় ১৪২ বিলিয়ন ডলারের সমরাস্ত্র চুক্তির প্রসঙ্গও এসেছে। সৌদি আরব ও যুক্তরাষ্ট্র আজ এ চুক্তিতে স্বাক্ষর করেছে।

সালমানকে উদ্দেশ্যে করে ডোনাল্ড ট্রাম্প বলেন ‘আপনি দারুণ কিছু কাজ করেছেন। আজ আমাদের সম্পর্ক আরও ঘনিষ্ঠ, শক্তিশালী ও যে কোন সময়ের চেয়ে শক্তিধর করতে পরবর্তী পদক্ষেপ নেয়া হয়েছে।’

শেয়ার করুনঃ

সর্বশেষ

বিজ্ঞাপন

আর্কাইভ

শনি রবি সোম মঙ্গল বুধ বৃহ শুক্র
 
১০১১১৩১৫১৬
১৯২০২১২২২৩
২৪২৫২৬২৭৩০
৩১