বুধবার, ৮ই মে, ২০২৪ খ্রিস্টাব্দ

যুদ্ধ হোক শেষ

কবিঃ পত্রলেখা ঘোষ

যুদ্ধ যুদ্ধ খেলা তোদের চলবে কতকাল?
কত প্রাণ যে ঝরে গেল কে রাখে খেয়াল!
যুদ্ধে নেই কোনো সমাধান শুধু রক্তের বন্যা,
হিসেব রাখিস অনাথ হলো কত পুত্র কন্যা?

যে দেশেতে যুদ্ধ বাঁধে ধবংস অর্থনীতি,
চারদিক জুড়ে মৃত্যুমিছিল রক্তে ভেজে ক্ষিতি।
যুদ্ধক্ষেত্রে যে দল জিতুক হারে মানবতা-
নির্বিচারে গণহত্যা বড়ো লজ্জার কথা।

উপার্জনে প্রবল ভাঁটা মানুষ মরে ধুঁকে,
চারিদিকে বোমার বৃষ্টি জীবন কাটে দুখে।
কবে বুঝবো যে লোক মরুক সে যে আমার ভাই-
হৃদয় তোদের এত পাষাণ?এর তো ক্ষমা নাই।

নেতা কভু মরে নাকো সেনারাই তো মরে,
দেশ জ্বললেও নেতা থাকে সুরক্ষিত ঘরে।
আলোচনাই পথ দেখাবে মিটবে সকল জ্বালা-
জগৎ জুড়ে আসবে কবে যুদ্ধশেষের পালা?

মানবতা জাগ্রত হোক হোক চেতনার মুক্তি,
জগৎ থেকে দূরীত হোক আসুরিক যত শক্তি।
কবে সবাই মানুষ হবো এটাই শুধু ভাবি-
মানবতার মাঝেই আছে শান্তি সুখের চাবি।

শেয়ার করুনঃ

সর্বশেষ

বিজ্ঞাপন

আর্কাইভ

শনি রবি সোম মঙ্গল বুধ বৃহ শুক্র
 
১০
১১১২১৩১৪১৫১৬১৭
১৮১৯২০২১২২২৩২৪
২৫২৬২৭২৮২৯৩০৩১

All Rights Reserved ©2024