শুক্রবার, ৩রা মে, ২০২৪ খ্রিস্টাব্দ

যে কারণে নিপুণকে প্রশংসা করলেন মিশা-ডিপজল

অবশেষে এলো কাঙ্ক্ষিত ঘোষণা। ভোট গ্রহণের প্রায় ১২ ঘণ্টা পরে বাংলাদেশ চলচ্চিত্র শিল্পী সমিতির ২০২৪-২০২৬ মেয়াদের নির্বাচনের ফলাফল ঘোষণা করা হয়েছে। এবার সভাপতি পদে মিশা সওদাগর (২৬৫) ভোট ও সাধারণ সম্পাদক পদে মনোয়ার হোসেন ডিপজল (২২৫) ভোট পেয়ে নির্বাচিত হয়েছেন। প্রতিদ্বন্দ্বিতাকারী সভাপতি পদে মাহমুদ কলি পেয়েছেন ১৭০ ভোট এবং সাধারণ সম্পাদক পদে নিপুণ আক্তার পেয়েছেন ২০৯ ভোট। এ ছাড়াও বাকি পদগুলোর তিনটি ছাড়া সবগুলোতেই মিশা-ডিপজল প্যানেলের প্রার্থীরা নির্বাচিত হয়েছেন।

শনিবার ভোরে বিএফডিসিতে আনুষ্ঠানিকভাবে ফলাফল ঘোষণা করেন নির্বাচন কমিশনার খোরশেদ আলম খসরু। ফলাফল ঘোষণার পরেই সাধারণ সম্পাদক পদে হেরে যাওয়া নিপুণ আক্তার নবনির্বাচিত সভাপতি মিশা সওদাগর ও সাধারণ সম্পাদক মনোয়ার হোসেন ডিপজলকে অভিনন্দন জানিয়ে ফুলের মালা পরিয়ে দেন। এ দৃশ্য বেশ আনন্দঘন পরিবেশের সৃষ্টি করে এফডিসি।নিপুণের এ সৌজন্যতায় মুগ্ধ হয়েছেন নবনির্বাচিত সভাপতি ও সেক্রেটারি। তাৎক্ষণিক প্রতিক্রিয়ায় নবনির্বাচিত সভাপতি মিশা সওদাগর বলেন, ‘আমরা শিল্পী আমাদের মধ্যে সৌহার্দ্যপূর্ণ বিষয়টা আমরা মনেপ্রাণে চাই। আমাদের সমস্ত কর্মকাণ্ড পরিচালিত হবে শৈল্পিক দিক দিয়ে। আজকে নিপুণ যেভাবে নতুন কমিটিকে বরণ করে নিয়েছে তাতে আমরা সত্যিই গর্বিত। সে তার ওস্তাদতুল্য ডিপজল ভাইকে যে সম্মান দেখিয়েছে সেটা দারুণ লেগেছে আমার কাছে। আমরা নিপুণসহ বিজয়ী হতে না পারা সকলকে নিয়ে একসাথে আমাদের কাজ চালিয়ে যাব।’

নবনির্বাচিত সাধারণ সম্পাদক মনোয়ার হোসেন ডিপজল বলেন, ‘হারজিত কোনো বিষয় না। নিপুণকে আমি আমার মেয়ের মতো মনে করি। আমরা সবাই মিলেমিশে একসাথে থাকতে চাই। আমরা ভাগাভাগি চাইনা, আমরা সবাই এক।’

এবার নির্বাচনে মোট ৫৭০ জন ভোটারের মধ্যে ৪৭৫ জন ভোটার তাদের ভোট প্রদান করেছেন। এর মধ্যে বৈধ ভোটের সংখ্যা ৪৩৫ এবং ৪০টি ভোট বাতিল হয়েছে।

শেয়ার করুনঃ

সর্বশেষ

বিজ্ঞাপন

আর্কাইভ

শনি রবি সোম মঙ্গল বুধ বৃহ শুক্র
 
১০
১১১২১৩১৪১৫১৬১৭
১৮১৯২০২১২২২৩২৪
২৫২৬২৭২৮২৯৩০৩১

All Rights Reserved ©2024