মঙ্গলবার, ১৬ই ডিসেম্বর, ২০২৫ খ্রিস্টাব্দ
সর্বশেষ

রিশাদের অভিষেক ম্যাচে উত্তেজনা বাড়িয়ে জিতল হোবার্ট

বিগ ব্যাশের ডিফেন্ডিং চ্যাম্পিয়ন হিসেবে নতুন আসরের প্রথম ম্যাচে খেলতে নেমে রোমাঞ্চকর জয় পেয়েছে হোবার্ট হারিকেন্স। বাংলাদেশের তারকা অলরাউন্ডার রিশাদ হোসেনের অভিষেক ম্যাচটিতে অবশ্য শেষদিকে কিছুটা ভুগতে হয়েছে তাদের। সিডনি থান্ডারের দেওয়া ১৮১ রানের লক্ষ্য ছুঁতে শেষ ওভারে ৪ রান দরকার ছিল হোবার্ট। ‍এক বল এবং ৪ উইকেট হাতে রেখে তারা সেই সমীকরণ মিলিয়েছে।সিডনির পক্ষে শেষ ওভার করতে এসে প্রথম বলে হাই-নো বল করেন ড্যানিয়েল স্যামস। ফলে ৬ বলে আর ৩ রান প্রয়োজন পড়ে হোবার্টের। পরের বলে ২ রান নিয়ে ৩ বল ডট দেয় তারা। মূলত ফিল্ডারদের ৩০ গজ বৃত্তের মধ্যে নিয়ে আসায় চাপে পড়ে যান স্ট্রাইকে থাকা নাথান এলিস। পঞ্চম বলে এক রান নিয়ে হাফ ছেড়ে বাঁচলেন হোবার্টের এই অধিনায়ক। রিশাদদের জয় নিশ্চিতের পথে সর্বোচ্চ ৪১ রান করেছেন নিখিল চৌধুরী।

 

এর আগে ১৮১ রানের বড় লক্ষ্য তাড়ায় নেমে হোবার্ট উড়ন্ত শুরু পায়। ৪ ওভারেই দুই ওপেনার মিচেল ওয়েন ও নিখিল মিলে ৪৭ রান তোলেন। বিগ ব্যাশের গত আসরের ফাইনালে জয়ের নায়ক ওয়েন ১৪ বলে ৬ চার ও এক ছক্কায় ৩২ রান করে আউট হয়ে যান। এরপর হোবার্টের জয়ের পথ প্রশস্ত করে ৬১ রানের জুটি গড়েন নিখিল ও বেন ম্যাকডারমট। নিখিল ৩১ বলে ১ চার ও ৩ ছক্কায় ৪১ রান করেছেন। ২৪ বলে ১ চার ও ৩ ছক্কায় ৩৮ রান করেছেন ম্যাকডারমট।ঝড়ের আভাস দিয়ে ৯ বলে ১৭ রানে আউট হয়েছেন টিম ডেভিড। এ ছাড়া ম্যাথু ওয়েড ১৬ বলে ২৫ ও ক্রিস জর্ডান ১৬ রান করলে জয়ের বন্দরে পৌঁছে যায় হোবার্ট। সিডনির পক্ষে সর্বোচ্চ ২টি উইকেট নিয়েছেন পাকিস্তানের লেগস্পিন অলরাউন্ডার শাদাব খান। যদিও তিনি খরুচে বল করেছেন। এ ছাড়া চার বোলার শিকার ধরেন একটি করে।এর আগে টস হেরে আগে ব্যাট করতে নেমে নির্ধারিত ২০ ওভারে ৬ উইকেটে ১৮০ রান তোলে সিডনি থান্ডার। তাদের পক্ষে ৪৪ বলে সর্বোচ্চ ৬১ রান করেছেন ক্যামেরন ব্যানক্রফট। এ ছাড়া শাদাব খান ৩৪ ও স্যাম কনস্টাস ২৮ রান করেন। বিগ ব্যাশে অভিষেক ম্যাচ খেলতে নামা রিশাদ প্রতিপক্ষের হয়ে চাপ বাড়িয়ে ৩ ওভারে ১৮ রান দিয়েছেন। ছিলেন উইকেটশূন্য। ২ ওভারের অধিক বল করেছেন, এমন বোলারদের মধ্যে তিনিই সবচেয়ে মিতব্যয়ী ছিলেন। হোবার্টের পক্ষে বিলি স্ট্যানলেক সর্বোচ্চ ৩ এবং ক্রিস জর্ডান ২ উইকেট নিয়েছেন।

শেয়ার করুনঃ