বুধবার, ১২ই মার্চ, ২০২৫ খ্রিস্টাব্দ

রুশ-মার্কিন বৈঠকের প্রশংসায় পুতিন

ইউক্রেন যুদ্ধ অবসানের লক্ষ্যে মধ্যপ্রাচ্যের দেশ সৌদি আরবে অনুষ্ঠিত রাশিয়া-যুক্তরাষ্ট্রের বৈঠকের ফলাফলের প্রশংসা করেছেন রুশ প্রেসিডেন্ট ভ্লাদিমির পুতিন। যুদ্ধের অবসানে ইউক্রেনকে আলোচনা থেকে বাদ দেওয়া হবে না বলেও মন্তব্য করেছেন তিনি। রিয়াদে রাশিয়া-যুক্তরাষ্ট্রের বৈঠকের পরদিন বুধবার এসব কথা বলেছেন ভ্লাদিমির পুতিন।বৈঠকের বিষয়ে করা প্রথম মন্তব্যের রুশ প্রেসিডেন্ট বলেছেন, ‘‘রাশিয়া এবং মার্কিন যুক্তরাষ্ট্রের মাঝে আস্থা বৃদ্ধি ছাড়া ইউক্রেনীয় সংকটসহ অনেক সমস্যার সমাধান করা অসম্ভব।’’ তিনি বলেন, এই বৈঠকের লক্ষ্য ছিল রাশিয়া এবং যুক্তরাষ্ট্রের মাঝে আস্থা বৃদ্ধি করা।

 

মঙ্গলবার সৌদি আরবের রাজধানীতে অনুষ্ঠিত বৈঠকে ইউক্রেন এবং ইউরোপীয় দেশগুলোর কোনও সরকারকে আমন্ত্রণ জানানো হয়নি। এই ঘটনায় ইউক্রেনের পাশাপাশি কিয়েভের ইউরোপীয় মিত্ররা গভীর উদ্বেগ প্রকাশ করেছে। তারা বলেছে, রাশিয়া এবং মার্কিন যুক্তরাষ্ট্র তাদের গুরুত্বপূর্ণ স্বার্থকে উপেক্ষা করে এমন একটি চুক্তিতে পৌঁছাতে পারে।যদিও ইউক্রেনের প্রেসিডেন্ট ভলোদিমির জেলেনস্কি তার দেশের অংশগ্রহণ ছাড়া কোনও চুক্তি মেনে নেবে বলে জানিয়ে দিয়েছেন। তবে পুতিন বলেছেন, রাশিয়া কখনই কিয়েভ অথবা ইউরোপীয়দের সঙ্গে আলোচনার বিষয়টি প্রত্যাখ্যান করেনি। বরং তারাই মস্কোর সঙ্গে আলোচনায় অস্বীকৃতি জানিয়েছিল।

 

রুশ প্রেসিডেন্ট বলেন, ‘‘আমরা কারও ওপর কোনও কিছু চাপিয়ে দিচ্ছি না। আমি ইতোমধ্যে শত শত বার বলেছি যে, তারা যদি চান, তাহলে আমরা প্রস্তুত। দয়া করে এসব আলোচনা অনুষ্ঠিত হতে দিন। আর আমরা আলোচনার জন্য টেবিলে ফিরে আসতে প্রস্তুত।’’তিনি বলেন, ‘‘কেউই ইউক্রেনকে বাদ দিচ্ছে না। যুক্তরাষ্ট্র ও রাশিয়ার আলোচনার ক্ষেত্রে হিস্টিরিয়া রোগীর মতো প্রতিক্রিয়া দেখানোর প্রয়োজন নেই।’’

 

এদিকে, যুক্তরাষ্ট্র-রাশিয়ার বৈঠকের বিষয়ে বুধবার সংবাদ সম্মেলন করেছেন ইউক্রেনের প্রেসিডেন্ট জেলেনস্কি। সেখানে তিনি বলেছেন, ‘‘আমরা চলতি বছরেই নিরাপত্তার নিশ্চয়তা চাই। কারণ আমরা এই বছর যুদ্ধ শেষ করতে চাই।’’

শেয়ার করুনঃ

সর্বশেষ

বিজ্ঞাপন

আর্কাইভ

শনি রবি সোম মঙ্গল বুধ বৃহ শুক্র
১০১১১৩
১৫১৬১৯২০২১
২২২৩২৪২৫২৬২৭
৩০৩১