শুক্রবার, ১৪ই মার্চ, ২০২৫ খ্রিস্টাব্দ

রোটারি ক্লাব অব সিলেট প্রাইডের বৃক্ষরোপণ ও মাস্ক বিতরণ

রোটারি ক্লাব অব সিলেট প্রাইড এর উদ্যোগে শহরতলীর কুমারগাঁও এলাকায় বৃক্ষরোপণ ও মহামারী করোনাভাইরাস থেকে রক্ষায় সচেতনতার লক্ষ্যে মাস্ক বিতরণ করা হয়েছে।শুক্রবার (৩ সেপ্টেম্বর) সকালে আয়োজিত অনুষ্ঠানে সভাপতিত্ব করেন রোটারি ক্লাব অব সিলেট প্রাইডের প্রেসিডেন্ট রোটারিয়ান মো. মুবিন আহমদ।অনুষ্ঠানে উপস্থিত ছিলেন, প্রাইড এর পিপি রোটারিয়ান আফসর আহমদ বকুল, প্রেসিডেন্ট ইলেক্ট রোটারিয়ান আব্দুল মালেক, সহ-সভাপতি রোটারিয়ান রেজওয়ানুল হক।ক্লাব সেক্রেটারি রোটারিয়ান জামিউল ইসলাম জনি’র পরিচালনায় অনুষ্ঠানে অন্যান্যদের মধ্যে উপস্থিত ছিলেন কুমারগাঁও জামে মসজিদ পরিচালনা কমিটির সভাপতি হিরা মিয়া, এলাকার মুরব্বী আহমদ আলী সহ এলাকার গণ্যমান্য ব্যাক্তিবর্গ।এসময় কুমারগাঁও এলাকায় প্রায় ১০০টি ফলজ ও বনজ গাছের চারা রোপণ করা হয়।পরে করোনা ভাইরাস থেকে রক্ষায় সচেতনতার লক্ষে মাস্ক বিতরণ করেন ক্লাব প্রেসিডেন্ট রোটারিয়ান মো. মুবিন আহমদসহ ক্লাব নেতৃবৃন্দ।বক্তারা বলেন, বেশি বেশি গাছ রোপণের মাধ্যমে বাংলাদেশকে সবুজে সবুজে ভরে তুলতে হবে।গাছ মানুষেকে প্রতিনিয়ত অক্সিজেন দিয়ে যাচ্ছে, পরিবেশ সুন্দর ও অক্সিজেনের সার্থে সবাইকে গাছ লাগাতে হবে। বক্তারা ‘দেশের বায়ু দেশের মাটি, গাছ লাগিয়ে করবো খাঁটি’ এই লক্ষে সবাইকে কাজ করার আহবান জানান।

শিব্বির আহমদ

শেয়ার করুনঃ

সর্বশেষ

বিজ্ঞাপন

আর্কাইভ

শনি রবি সোম মঙ্গল বুধ বৃহ শুক্র
১০১১১৩
১৫১৬১৯২০২১
২২২৩২৪২৫২৬২৭
৩০৩১